ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

'আমি কি বাচ্চা তৈরির মেশিন নাকি!,করিনা কাপুর

বিনোদন ডেক্স
আপলোড সময় : ০৩-১০-২০২৩ ০৪:৩৯:১১ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-১০-২০২৩ ০৪:৩৯:১১ অপরাহ্ন
'আমি কি বাচ্চা তৈরির মেশিন নাকি!,করিনা কাপুর ফাইল ছবি :

Kareena Kapoor: " " (Saif Ali Khan)  আর এরপরই ছড়িয়ে পড়ে করিনা কাপুর খানের তৃতীয়বার মা হওয়ার গুঞ্জন। করিনা তৃতীয়বার মা হলে, হিসেব বলছে পঞ্চম সন্তানের বাবা হবেই পতৌদির ছোটে নবাব।  আর এখবরে রীতিমতো শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। লন্ডন থেকে ফিরেই করিনা এনিয়ে মুখ খুলেছিলেন, 'এটা শুধুমাত্র পাস্তা ও ওয়াইন...শান্ত হোন...আমি প্রেগন্যান্ট নই। সইফ বলছে, ভারতের জনসংখ্যায় ও ইতিমধ্যেই অনেক কন্ট্রিবিউট করে ফেলেছে। এনজয় ।'

তবে সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফের একবার তাঁর তৃতীয়বার মা হওয়ার গুঞ্জন নিয়ে সরব হয়েছেন বেবো। করিনার কথায়, 'আর শান্ত হোন, আমরাও তো মানুষ। আপনাদের মতো আপনারাও বিষয়টা স্বাভাবিক ভাবে নিন'। খানিকটা প্রশ্নের সুরে করিনা বলেন, 'আপনি কী বলতে চান, ও কী প্রেগন্যান্ট? ওর কি আবারও বাচ্চা হবে? আমি কি যন্ত্র নাকি? এই পছন্দটা আমার উপরই ছেড়ে দিন না.. ' করিনা আরও বলেন, 'আমি হলাম সেই ব্যক্তি, যে কোনও কিছুই লুকিয়ে রাখে না। সবসময় স্বচ্ছ থাকার চেষ্টা করি। সকলের উচিত আমাদেরও আমাদের মতো করে বাঁচতে দেওয়া।'

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ