ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

স্যাংশন নিয়ে র‍্যাব চিন্তিত নয়,খন্দকার আল মঈন।

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৩-১০-২০২৩ ০৩:০২:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-১০-২০২৩ ০৩:০৩:৩২ অপরাহ্ন
স্যাংশন নিয়ে র‍্যাব চিন্তিত নয়,খন্দকার আল মঈন। ফাইল ছবি :
স্যাংশন নিয়ে র‍্যাব চিন্তিত নয় বলে জানিয়েছে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, স্যাংশন নিয়ে র‍্যাব চিন্তিত নয়। প্রতিষ্ঠার পর থেকেই র‍্যাব আইন অনুযায়ী তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে।

খন্দকার মঈন আরও বলেন, 'জাতীয় নির্বাচনকে সামনে রেখে শীর্ষ সন্ত্রাসীরা জামিন নিচ্ছেন না। তবে তাদের অনুসারীদের জামিন করাতে দেখা যাচ্ছে। আমরা দেশের শীর্ষ সন্ত্রাসীদের এইসব অনুসারীদেরও তথ্য সংগ্রহ করছি।'

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি কিছু নাগরিকের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রক্রিয়া শুরুর কথা জানায় যুক্তরাষ্ট্র। এ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়।
indefi/t

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ