ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ , ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মহেশপুরে নিখোঁজের তিনদিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০২-১০-২০২৩ ০৬:২৯:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ০২-১০-২০২৩ ০৬:২৯:০৪ অপরাহ্ন
মহেশপুরে নিখোঁজের তিনদিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার ফাইল ছবি :
ঝিনাইদহের মহেশপুরে নিখোঁজের তিনদিন পর আব্দুস সামাদ (৪৫) নামের এক কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ অক্টোবর) উপজেলার মদনপুর গ্রামের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই গ্রামের মৃত ইয়াজউদ্দিনের ছেলে। মহেশপুর থানার ওসি খন্দকার শামিম আহমেদ জানান, গত শুক্রবার রাতে আব্দুস সামাদ মদনপুর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার খোঁজ মিলছিলো না।
 
সোমবার সকালে বাড়ির পাশের মাঠে এলাকাবাসীরা তার অর্ধগলিত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।jmu/t

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ