ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সাকিব-তামিম বিতর্কে ঘি ঢাললেন উম্মে আল হাসান শিশির।

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০২-১০-২০২৩ ০৪:৩০:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ০২-১০-২০২৩ ০৪:৩০:৫৪ অপরাহ্ন
সাকিব-তামিম বিতর্কে ঘি ঢাললেন উম্মে আল হাসান শিশির। ফাইল ছবি :
এমনিতেই সাকিব আল হাসান আর তামিম ইকবাল বিতর্কে দুভাগ হয়ে গেছে বাংলাদেশ। বিশ্বকাপ দলে তামিম থাকবেন কি না, এ নিয়ে হাজারো জল্পনা-কল্পনার মধ্যে নিশ্চিত হয়েছে, তামিম যাচ্ছেন না বিশ্বকাপে। কেন যাননি, সেটা নিয়ে ফেসবুক ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যার পাশাপাশি দলীয় কোন্দলের দিকে সরাসরি ইঙ্গিত করেছেন এই ওপেনার। জবাবে বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার ঠিক আগে দেশের ক্রীড়াবিষয়ক এক টিভি চ্যানেলকে দুই পর্বের সাক্ষাৎকার দিয়ে তুলকালাম বাঁধিয়ে দিয়েছেন অধিনায়ক সাকিব। তামিম-সাকিবের এই জবাব-পাল্টা জবাবের মধ্যে বিভিন্ন মাধ্যমে নিজ নিজ মতামত ব্যক্ত করেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ আশরাফুল, নাঈমুর রহমান দুর্জয় সহ আরও অনেকে।

গত দুই একদিনে আলোচনা একটু থিতিয়ে গেলেও সাকিবের স্ত্রী শিশিরের কল্যাণে আবারোও দুজনের বৈরিতা নিয়ে সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। এ বিশ্বকাপে খেলবেন, এমন ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেট কার, সেটা নিয়ে আইসিসি একটা পোস্ট করেছে সম্প্রতি। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি, ভারতের মোহাম্মদ শামির পাশাপাশি সেখানে জায়গা হয়েছে ৩৪ উইকেট শিকার করা সাকিবেরও। আর এই পোস্ট নিয়েই সাকিব-বিরোধী ও তামিমপ্রেমীদের উদ্দেশ্যে তোপ দেগেছেন উম্মে আল হাসান শিশির।

আইসিসির পোস্টটা শেয়ার করে শিশির লিখেছেন, 'হায় হায় মীরজাফর এখানে কীভাবে ঢুকল? নিশ্চয়ই ভুয়া হবে!'

অতীতে সাকিব-তামিমের বন্ধুত্ব ও বর্তমানে দুজনের দা-কুমড়া সম্পর্ক নিয়ে অনেকেই সাকিবকে গত কয়েকদিন মীরজাফরের সঙ্গে তুলনা দিচ্ছেন। ইঙ্গিতটা পরিস্কার, মীরজাফর যেমন বন্ধুবেশে নবাব সিরাজউদদৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন, একইভাবে তামিমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সাকিবও তাঁকে বিশ্বকাপ স্কোয়াডে না রাখার পেছনে কলকাঠি নেড়েছেন আরকি। শিশিরের ক্যাপশন তাদেরকে লক্ষ্য করেই।

পোস্ট করে অবশ্য সাধারণ মানুষের মন্তব্য করার সুযোগ রাখেননি শিশির। মন্তব্যের ঘর বন্ধ করে দিয়েছেন, ফলে একজন ছাড়া কেউই পোস্টে সাকিব-তামিমকে সমর্থন করে কিছু লিখতে পারেননি।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ