ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে দুঃসংবাদ পেল ইংল্যান্ড

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০১-১০-২০২৩ ০৪:২৬:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ০১-১০-২০২৩ ০৪:২৬:৫৬ অপরাহ্ন
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে দুঃসংবাদ পেল ইংল্যান্ড ফাইল ছবি :
সোমবার (২ অক্টোবর) ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি গড়াবে বেলা আড়াইটায়।

লঙ্কানদের বিপক্ষে দুর্দান্ত এক জয় বাগিয়ে নেওয়ার পর ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের মূল মিশন শুরু করায় চোখ লাল-সবুজের প্রতিনিধিদের। কিন্তু ম্যাচের আগের দিন গুয়াহাটির আবহাওয়া পূর্বাভাস টাইগারদের সেই স্বপ্নপূরণের প্রধান অন্তরায় হিসেবে আবির্ভূত হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই সপ্তাহ গুয়াহাটিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে। বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচের দিন সেখানকার তাপমাত্রা ২৫-৩৩ ডিগ্রি থাকার কথা বলা হয়েছে। তবে সেটি অনুভূত হবে ৩৯ ডিগ্রির মতো।

ম্যাচটি ভেস্তে গেলে বাংলাদেশের চেয়ে ক্ষতিটা বেশি হবে ইংল্যান্ডেরই। কেননা উপমহাদেশের কন্ডিশনে কোনো প্রকার প্রস্তুতি ম্যাচ ছাড়াই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নামতে হবে বিশ্বকাপের মূল লড়াইয়ে। নিশ্চিতভাবেই এটি বিশ্বকাপজয়ীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ সেটি বলার অপেক্ষা রাখে না।

আগামী ৫ অক্টোবর উদ্বোধনী দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করবে ইংল্যান্ড। ৭ অক্টোবর শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ