পরিবারের নতুন সদস্য আসতে চলেছে, জিৎ
আপলোড সময় :
২৮-০৯-২০২৩ ০৪:৩২:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-০৯-২০২৩ ০৪:৩২:৩৩ অপরাহ্ন
ফাইল ছবি :
দ্বিতীয় বারের মতো বাবা হতে চলেছেন কলকাতার অভিনেতা জিৎ. আর মা হচ্ছেন মোহনা মদনানি. মেয়ে হওয়ার ১১ বছর পর তাদের পরিবারের নতুন সদস্য আসতে চলেছে.
পরিবারের নতুন অতিথি আসার খবর সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ভাগ করে নিলেন অভিনেতা. বিশেষ ছবি পোস্ট করে নায়ক জিৎ লিখেছেন, "খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, পরিবারের সদস্য বাড়তে চলেছে. আসতে চলেছে আমাদের দ্বিতীয় সন্তান. সকলের আশীর্বাদ কাম্য."
২০১১ সালে ২৪ ফেব্রুয়ারি স্কুলশিক্ষকা মোহনাকে বিয়ে করেন জিৎ. ২০১২ সালে ১২ ডিসেম্বর তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান. তার একমাত্র মেয়ের নাম রাখেন নবন্যা. দ্বিতীয়বার বাবা হতে যাওয়ার ঘোষণা দেওয়ার সময় প্রকাশিত বিশেষ ফটোশুটে জিৎ ও তার স্ত্রীর সঙ্গে মেয়ে নবন্যাকেও দেখা গেছে.
বর্তমানে মেয়েকে নিয়ে সুখের সংসার জিৎ ও মোহনার। সংসারের পাশাপাশি কাজও চলছে চুটিয়ে। মুক্তির অপেক্ষায় আছে জিতের নতুন সিনেমা 'মানুষ'. এটি নির্মাণ করেছেন বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমাদ্দার। সিনেমাটির নায়িকা বিদ্যা সিনহা মিম। আগামী ২৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে এই সিনেমাটি.
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স