ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জ উপজেলা (জাপা’র) দ্বি-বাষিক সম্মেলন

আবু বক্কর সিদ্দিক
আপলোড সময় : ২৭-০৯-২০২৩ ০৬:৫১:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৯-২০২৩ ০৬:৫১:১৬ অপরাহ্ন
সুন্দরগঞ্জ উপজেলা  (জাপা’র) দ্বি-বাষিক সম্মেলন ফাইল ছবি :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির (জাপা’র) দ্বি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাপা'র প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশন (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

উপজেলা জাপার আহবায়ক, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সভাপতিত্বে এ মহাসমাবেশের  উদ্বোধক ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা জেলা জাপার আহবায়ক আব্দুর রশিদ সরকার, প্রধান আলোচক ছিলেন জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা আতাউর রহমান আতা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল এমপি, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহসান আদিলুর রহমান আদেল এমপি, জাপার কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এ্যাড. মমতাজ উদ্দিন, এ্যাড. এএইচএম গোলাম শহিদ রঞ্জু, এসএম ইয়াসির, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, গাইবান্ধা জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক ইঞ্জিনিয়ার ময়নুর রাব্বি চৌধুরী, সদস্য সচিব সরোয়ার হোসেন শাহিন, গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যক্ষ কাজী মশিউর রহমান।
 
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ পৌর জাপা'র সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, উপজেলা জাপার সদস্য এটিএম এনামুল হক মন্টু, জাতীয় মহিলা পার্টির সভাপতি আক্তারবানু ইতি, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সারোয়ার হোসেন, কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুব সংহতির সভাপতি শাহ্ সুলতান সুজন প্রমূখ।
 
উপজেলা জাপার সদস্য সচিব আব্দুল মান্নান মন্ডলের সঞ্চালনায় এ উপস্থিত ছিলেন জাপার কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন জাপাসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। পরে সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে সভাপতি, আব্দুল মান্নান মন্ডলকে সাধারণ সম্পাদক করে দ্বি-বার্ষাক মেয়াদে উপজেলা জাপার আংশিক কমিটি ঘোষণা করেন প্রধান রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।


#সুন্দরগঞ্জ#জাপার#প্রেসিডিয়াম




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ