শেরপুরে অস্ত্রসহ বিএনপির ৯ নেতাকর্মী আটক
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
২৬-০৯-২০২৩ ০৪:৫৬:৪০ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০৯-২০২৩ ০৪:৫৬:৪০ অপরাহ্ন
ফাইল ছবি :
শেরপুরের শ্রীবরদী উপজেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার কাকিলাকুড়া এলাকার কাকিলাকুড়া মিশু মডেল একাডেমি মাঠ থেকে তাদের আটক করা হয়। এসময় উদ্ধার করা হয়েছে চারটি ককটেল, ২০টি লাঠি ও চারটি দা।
আটক নেতাকর্মীরা হলেন- উপজেলার সিংগাবরুণা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান, সিংগাবরুনা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মুহাম্মদ শাহজাহান চাঁন, রাণীশিমুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিল্লাত হোসেন আকন্দ, কাকিলাকুড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক আনোয়ার ইসলাম রানা, একই ইউনিয়নের যুবদলের যুগ্ম আহবায়ক ইস্রাফিল হোসেন, তাঁতীহাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মামুন মিয়া, খড়িয়া কাজিরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মনোহর আলী, একই ইউনিয়নের বিএনপির সদস্য আমির হামজা, যুবদলের সদস্য রতন মিয়া।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, দেশীয় অস্ত্রসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন -এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে রাতেই গণমাধ্যমকে আটকের তথ্য নিশ্চিত করেছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মাহমুদুল হক রুবেল।
ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইউরোপের গ্রিনকার্ডধারীসহ ছয় জঙ্গি আটকডাক্তার, ইঞ্জিনিয়ার, ইউরোপের গ্রিনকার্ডধারীসহ ছয় জঙ্গি আটক
তিনি বলেন, ভোটবিহীন এ সরকার ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের মতো এবারও ধরপাকড় করে বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখার পাঁয়তারা চালাচ্ছে। নামে-বেনামে মামলা দিচ্ছে। আজকে যাদের আটক করেছে তাদেরকে বাড়ি থেকে ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে সাদা পোশাকে আটক করে এনেছে।
তিনি আরও বলেন, আমি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এসব বানোয়াট মামলা দেয়া থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে সরে আসতে অনুরোধ জানাচ্ছি। ekatt/r
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স