ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আগের মতো নির্বাচন করার পাঁয়তারা করছে সরকার, মির্জা ফখরুল

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৫-০৯-২০২৩ ০৮:৩৮:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৯-২০২৩ ০৮:৩৮:৫৯ অপরাহ্ন
আগের মতো নির্বাচন করার পাঁয়তারা করছে সরকার, মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আটঘাট বেঁধে ২০২৪ সালের আগের মতো নির্বাচন করার পাঁয়তারা করছে সরকার।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ধোলাইখাল এলাকায় এক সমাবেশে একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকার নির্বাচিত নয়, জোর করে ক্ষমতায় টিকে আছে। কৌশল বদলে সরকার আবারও একতরফা নির্বাচন করতে চায়।

একতরফাভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে শেখ হাসিনা।’ তিনি বলেন, ‘বিদেশিরাও বলছে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাদের বক্তব্য এখন চাপা দিতে মিথ্যাচার করছে সরকার। টালবাহানা বন্ধ করে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দেশের মানুষ শেখ হাসিনাকে আর ক্ষমতায় দেখতে চায় না।’ বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার সোজাভাবে কথা শুনবে না। আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করতে হবে।

সহজে কথা না শুনলে রাজপথে ফায়সালা। আমেরিকার নিষেধাজ্ঞা পেয়ে সরকারের মাথা খারাপ হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, আমেরিকার ভিসা নীতিতে দিশেহারা সরকার। সেই সাথে ভিসা নীতির প্রভাব পড়তে শুরু করেছে প্রশাসনের সর্বত্র।
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘বেগম জিয়া অত্যন্ত অসুস্থ, তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটকে রাখা হয়েছে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বেগম জিয়া। তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা না করলে সব কিছুর দায় সরকারকেই নিতে হবে।’

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ