ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভিসানীতি আমেরিকার নিজস্ব ব্যাপার : স্বরাষ্ট্রমন্ত্রী

স্যাংশন দেয়া না দেয়া আমেরিকার নিজস্ব ব্যাপার,স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৩-০৯-২০২৩ ০৪:৪২:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৯-২০২৩ ০৪:৪২:৩৩ অপরাহ্ন
স্যাংশন দেয়া না দেয়া আমেরিকার নিজস্ব ব্যাপার,স্বরাষ্ট্রমন্ত্রী ছবি : চ্যানেল 24
স্যাংশন দেয়া না দেয়া আমেরিকার নিজস্ব ব্যাপার বলে মন্তব্য করেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, তারা তাদের কাজ করেছে, বাংলাদেশ একটি ভালো নির্বাচনের পথে এগোচ্ছে। কোনো দল বা ব্যক্তিকে পক্ষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি নয়।

মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, আসন্ন নির্বাচনের অন্তরায় যারা হবেন- নির্বাচনে যারা বাধাগ্রস্ত করবেন এবং নির্বাচন পণ্ড করার চেষ্টা করবেন তাদের জন্য এই ভিসানীতি প্রয়োগ করা হবে। আমরা মনে করি এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, এ নিয়ে আমাদের কিছু বলার নেই।
 
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্সে ইনডোর প্লে গ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সবদল ইতোমধ্যে নির্বাচনী তৎপরতায় নেমে পড়েছে বিভিন্ন প্রক্রিয়ায়। নির্বাচন নিয়ে উৎসাহ উদ্দীপনা যেমন থাকবে গণ্ডগোলেরও সম্ভাবনা থাকে। তবে নির্বাচনে কোনো সহিংসতা নাশকতা হবে না।

নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে। মন্ত্রী বলেন, সারাবিশ্বের বুকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ উন্নয়নের রোল মডেল। পশ্চিমারাও আজ বলছে উন্নয়ন দেখতে হলে বাংলাদেশকে দেখতে হবে, দেখতে হবে শেখ হাসিনার নেতৃত্বকে। তিনি বলেন, আমাদের নির্বাচন খুবই আসন্ন, এজন্য সব দল তাদের বিভিন্ন দাবী-দাবা নিয়ে আমাদের কাছে আসছে। আমার মনে হয় কিছুদিন পরে জনগণ আনন্দিত হয় শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনটি সুসংঘটিত করবে।c/24
 
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ