ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গা ফেরত না যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন ,প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২২-০৯-২০২৩ ০৮:১৪:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৯-২০২৩ ০৮:১৪:৩৬ অপরাহ্ন
রোহিঙ্গা ফেরত না যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন ,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি টিভি থেকে নেওয়া
গত ৬ বছরে একজন রোহিঙ্গাও নিজ দেশে ফেরত না যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গা ইস্যুতে এক সাইড লাইন বৈঠকে তিনি অভিযোগ করেন, ক্রমাগতভাবে বিষয়টি থেকে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের দৃষ্টি সরিয়ে নিচ্ছে।

মিয়ানমার সরকারের নিপীড়নের মুখে বাস্তচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা এখন সাড়ে এগারো লাখ। গত ছয় বছর ধরে তাদের আশ্রয়ের পাশাপাশি সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমার সরকারের সঙ্গে একাধিকবার আলোচনা কিংবা বিশ্ব সম্প্রদায়ের নানা উদ্যােগ, কোন কিছুই এখনো এর কোন সুষ্ঠু সমাধান করতে পারেনি।
 
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮ তম অধিবেশনের সাইড লাইনে, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, গাম্বিয়াসহ বেশ কয়েকটি দেশ রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করে। যেখানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গা সংকটের মূল সমস্যা চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নেয়ার বিশ্বনেতাদেরর প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যে, রোহিঙ্গারা বাংলাদেশের উপর বাড়তি চাপ তৈরি করছে। স্থানীয় সময় সকালে, জাতিসংঘ সদর দপ্তরে স্বাস্থ্যসেবা সংক্রান্ত আরেকটি সাইড লাইন বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে সহায়তার আহবান জানান। নিউইয়র্ক সময় দুপুরে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন, যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া। যেখানে দু দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।at/n
 


 





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ