ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুকের মন্তব্য নিয়ে থানায় জিডি, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

ঝিনাইদহে ফেসবুকে আপত্তিকর মন্তব্য , থানায় জিডি,সাংবাদিকের ওপর হামলা

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২২-০৯-২০২৩ ০৮:০৩:১১ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৯-২০২৩ ০৮:০৩:১১ অপরাহ্ন
ঝিনাইদহে ফেসবুকে আপত্তিকর মন্তব্য , থানায় জিডি,সাংবাদিকের ওপর হামলা ফাইল ছবি :
ঝিনাইদহের শৈলকুপায় ফেসবুকে আপত্তিকর মন্তব্য করা নিয়ে থানায় জিডির (সাধারণ ডায়েরি) ঘটনায় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিনগত রাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাদ্দাম হোসেনকে (৩২) ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার গাড়াগঞ্জ বাজার সংলগ্ন মহেশপুর গ্রামের জামাল হোসেনের ছেলে।

অভিযুক্ত বিপ্লব হোসেন এবং ফিরোজ আহমেদ উপজেলার বারইপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাতে শৈলকূপা উপজেলার গাড়াগঞ্জ বাজার দিয়ে যাওয়ার পথে বিতণ্ডার জেরে বিল্পব ও তার চাচা ফিরোজ আহমেদ সাদ্দামের ওপর হামলা করে।

সাদ্দাম হোসেন জানান, ২০২২ সালের তার ফেসবুকে আপত্তিকর মন্তব্যের জেরে তিনি একটি সাধারণ ডায়েরি করেন। পরে গোয়েন্দা পুলিশ বিপ্লব হোসেনকে শনাক্ত করে ধরে নিয়ে আসে। তখন বিপ্লব ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে ক্ষমা চান। এরই ধারাবাহিকতায় হামলার ঘটনা ঘটেছে।

সিলেটে সংস্কৃতিকর্মীদের ওপর বিএনপির হামলা, নারীসহ আহত ১০সিলেটে সংস্কৃতিকর্মীদের ওপর বিএনপির হামলা, নারীসহ আহত ১০
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিপ্লবের সাথে সাদ্দামের দ্বন্দ্ব ছিলো। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
একাtt/র

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ