ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

একাদশ নিয়ে আজ প্রথম ম্যাচে প্রথমে ব্যাট ফিল্ডিং করবে বাংলাদেশ।

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২১-০৯-২০২৩ ০৪:৩৪:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৯-২০২৩ ০৪:৩৪:১৫ অপরাহ্ন
একাদশ নিয়ে আজ প্রথম ম্যাচে প্রথমে ব্যাট ফিল্ডিং করবে বাংলাদেশ। ফাইল ছবি :
চোট কাটিয়ে উঠতে এশিয়া কাপে যাওয়া হয়নি তামিম ইকবালের। মাহমুদউল্লাহ রিয়াদ বা সৌম্য সরকার তো ছিলেনই না ১৭ জনের স্কোয়াডে।

বিশ্বকাপের ঠিক ঠিক আগে নিউজিল্যান্ড সিরিজ উপলক্ষ্যে এশিয়া কাপের স্কোয়াডের বেশ কয়েকজন ছুটি পেয়েছেন। আর বিশ্বকাপের দল ঘোষণার আগে শেষবারের মতো বাজিয়ে দেখতে ডাক পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার।
 
আজ মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আছেন তিনজনই। মূল পেস আক্রমণের তিনজনও বিশ্রাম পাওয়ায় বোলিং আক্রমণেও আছে পরিবর্তন। প্রায় বদলে যাওয়া একাদশ নিয়ে আজ প্রথম ম্যাচে প্রথমে ব্যাট ফিল্ডিং করবে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ