ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তিন দিনের রাষ্ট্রীয় সফরে পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২০-০৯-২০২৩ ০৯:০৩:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৯-২০২৩ ০৯:০৩:৩৩ অপরাহ্ন
তিন দিনের রাষ্ট্রীয় সফরে  পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি :

বুধবার (২০ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহম্মদ মামুনুল হক স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৭ সেপ্টেম্বর বুধবার বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকার তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। বিকেল ৪টা ১০ মিনিটে পাবনা সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি ওই দিন সেখানে বিশ্রাম ও রাতযাপন করবেন।

এরপর বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউজ থেকে সাঁথিয়ায় নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বিকেল ৫টায় সেখান থেকে পাবনা সার্কিট হাউজের উদ্দেশে যাত্রা করবেন ও সেখানে রাতযাপন করবেন।

পরেরদিন শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে পাবনা স্টেডিয়ামের হেলিপ্যাডের উদ্দেশে যাত্রা করবেন। বেলা ১১টার দিকে ঢাকার উদ্দেশ্যে সেখান থেকে যাত্রা করবেন ও দুপুর ১২টার সময় তিনি বঙ্গভবনে উপস্থিত হবেন।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ