ঢাকা , শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ , ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সিসিইউ থেকে কেবিনে আনা হলো খালেদা জিয়াকে

কেবিনে আনা হলো খালেদা জিয়াকে

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৮-০৯-২০২৩ ০৫:৫৮:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৯-২০২৩ ০৬:০৪:১২ অপরাহ্ন
কেবিনে আনা হলো খালেদা জিয়াকে ছবিঃ ৭১ টিভি থেকে নেওয়া
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে বেগম খালেদা জিয়াকে কেবিনে আনা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় মেডিক্যাল বোর্ড তার স্বাস্থ্যর অবস্থা দেখে আপাতত কেবিনে আনার সিদ্ধান্ত দিয়েছেন। এর আগে রোববার দিবাগত রাত তিনটার দিকে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে তাকে সিসিইউতে নেওয়া হয়।

 বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করতে রোববার রাত সাড়ে ১১টায় দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড বৈঠকে বসে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
 
 মধ্যরাতে খালেদা জিয়াকে নেওয়া হলো সিসিইউতে মধ্যরাতে খালেদা জিয়াকে নেওয়া হলো সিসিইউতে দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। গত ৯ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগেও অবশ্য খালেদা জিয়াকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে।৭১/ভি

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ