ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

৪ কোটি ডিম আমদানির অনুমতি দিল সরকার

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৮-০৯-২০২৩ ০৫:০১:১১ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৯-২০২৩ ০৫:০১:১১ অপরাহ্ন
৪ কোটি ডিম আমদানির অনুমতি দিল সরকার ফাইল ছবি :
ডিমের বাজার স্থিতিশীল করতে ভারতসহ বিভিন্ন দেশ থেকে চার প্রতিষ্ঠানকে চার কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্ধারণ করে দেওয়া দামে বাজারে ডিম বিক্রি হয়নি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। তপন কান্তি ঘোষ আশা প্রকাশ করে বলেন, এই ডিম আমদানি হলে বাজারে ডিমের দামে প্রভাব পড়বে। বাণিজ্য সচিব বলেন, ডিম, পেয়াজ, আলুর যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটার প্রভাব বাজারে পড়তে একটু সময় লাগছে। দুই একদিনের মধ্যেই দাম নিয়ন্ত্রণে আসবে। বাণিজ্য মন্ত্রনালয়ের মনিটরিং আরও বাড়ানো হচ্ছে। এদিকে বাজার নিয়ন্ত্রণে মেসার্স মীম এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি ইম্পোর্টার্স, টাইগার ট্রেডিং, অর্নব ট্রেডিং লিমিটেডকে ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এরআগে গত ১৪ সেপ্টেম্বর খুচরা পর্যায়ে ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে সরকার।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ