ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

এক ব্যক্তির ১২ জন বৌ, ১০২ জন সন্তান, ৫৭৮ জন নাতিপুতি

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৪-০৯-২০২৩ ০৯:৪৯:১০ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৯-২০২৩ ০৯:৪৯:১০ অপরাহ্ন
এক ব্যক্তির ১২ জন বৌ, ১০২ জন সন্তান, ৫৭৮ জন নাতিপুতি উগান্ডার এক পরিবার। ছবি: সংগৃহীত।

সংবাদমাধ্যমে চোখ রাখলেই দেখা যায় কারও না কারও একাধিক বিয়ে লেগেই আছে। কেউ বৌকে না জানিয়ে বিয়ে করে ফেলছেন, কেউ আবার একই সঙ্গে দুই বৌকে ধুমধাম করে বিয়ে করছেন। সম্প্রতি উগান্ডার এক ব্যক্তির বিয়ের খবর নিয়ে চারদিকে চর্চা শুরু হয়েছে। উগান্ডার লুসাকার বাসিন্দা ৬৮ বছর বয়সি এক ব্যক্তির ১২ জন বৌ, ১০২ জন সন্তান, ৫৭৮ জন নাতিপুতি। শুনেই মাথা ঘুরে গেল তো? অবাক লাগলেও, এই ঘটনা সত্যিই ঘটেছে। মুসা হাসহ্যা কাসেরা নামে ওই ব্যক্তি জানিয়েছেন তিনি মোটেই গর্ভনিরোধক ব্যবহারের পক্ষপাতী নয়, তাই জীবনে কোনও দিনও তিনি গর্ভনিরোধক ব্যবহারও করেননি।


তবে এত সন্তানের জন্মের পর তিনি এখন ক্লান্ত। আর সন্তান জন্ম দেওয়ার ইচ্ছে নেই মুসার। যদিও নিজে গর্ভনিরোধক ব্যবহার করতে নারাজ তিনি, তার পরিবর্তে তিনি স্ত্রীদের গর্ভনিরোধক বড়ি খাওয়ার পরামর্শ দিয়েছেন। সংবাদমাধ্যমকে মুসা বলেন, ‘‘সমস্যার বিষয় হল আমি আমার বেশির ভাগ সন্তানের নামই মনে রাখতে পারি না। কেবল প্রথম আর শেষ সন্তানের নাম আমার মনে থাকে। অন্যদের দেখলেও তাদের নাম মনে পড়ে না।’

গর্ভনিরোধক ব্যবহারের প্রতি সম্পূর্ণ নিরপেক্ষ বলে দাবি করা সত্ত্বেও, আনন্দবাজার, একটি নিউজ আউটলেট, বিপরীতে উল্লেখযোগ্য প্রমাণ দিয়েছে। তারা জানিয়েছে যে মুসা ব্যক্তিগতভাবে গর্ভনিরোধক ব্যবহারে অসন্তুষ্ট হলেও তার স্ত্রীদের সেগুলি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। এই বৈপরীত্য পরিবার পরিকল্পনার জন্য তার অনুমিত সমর্থন নিয়ে সন্দেহের জন্ম দেয়। উপরন্তু, মুসা বলেছিলেন যে তিনি তার বেশিরভাগ সন্তানের নাম মনে রাখতে পারেন না এবং শুধুমাত্র প্রথম এবং শেষ সন্তানের নাম মনে রাখতে পারেন। তার সন্তানদের প্রতি এই সংযোগের অভাব বিপরীত,’আনন্দবাজার
 


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ