ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) ইমরান আহমেদকে বদলি

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৪-০৯-২০২৩ ০৯:৩৯:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৯-২০২৩ ০৯:৩৯:১৪ অপরাহ্ন
জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) ইমরান আহমেদকে বদলি ফাইল ছবি :
আগামী নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়ে বিতর্কের মুখে পড়া জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) ইমরান আহমেদকে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


এতে জানানো হয়, ইমরান আহমেদকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত সোমবার জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নৌকার পক্ষে ভোট চান ডিসি মো. ইমরান আহমেদ। তার এ বক্তব্য মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যপক সমালোচনা শুরু হয়।

এরপর, গত বুধবার তার বিরুদ্ধে সত্যতা যাচাই সাপেক্ষে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন।

   
এতে বলা হয়, জেলা প্রশাসকগণ সাধারণত রিটার্নিং কর্মকর্তা হিসাবে নির্বাচনে দায়িত্ব পালন করে থাকেন এবং নির্বাচনের সময় জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করে থাকেন। বর্ণিত অবস্থাধীনে সরকার, গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের উপর জনমানুষের আস্থা অক্ষুণ্ণ রাখার স্বার্থে মো: ইমরান আহমেদকে, উক্ত ঘটনার সত্যতা যাচাই সাপেক্ষে, জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেয়া এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনরূপ নির্বাচনী দায়িত্ব প্রদান করা থেকে বিরত রাখা সমীচীন হবে এবং একই সাথে জেলা প্রশাসকগণকে এ ধরনের আচরণ থেকে বিরত থাকতে সতর্কবার্তা দেয়া প্রয়োজন। inde/t

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ