ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মোংলাবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৪-০৯-২০২৩ ০৯:২০:১২ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৯-২০২৩ ০৯:২০:১২ অপরাহ্ন
মোংলাবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত ফাইল ছবি :
সুন্দরবনের নদী-খালে আশ্রয় নিয়েছে ফিশিং ট্রলার। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এর ফলে সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। সাগর উত্তাল থাকায় মাছ ধরতে পারছে না জেলেরা। এমতাবস্থায় জানমালের ক্ষতি এড়াতে জেলেরা সুন্দরবন উপকূলে আশ্রয় নিয়েছে। চলতি ইলিশ আহরণ মৌসুমের শেষ ভাগে এসে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়তে শুরু করলে এ দুর্যোগে তা বন্ধ হয়ে গেছে। লঘুচাপের কারণে গতকাল বুধবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টিপাত ও হালকা-মাঝারি ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকার উপর দিয়ে। এতে এক ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে উপকূলজুড়ে। এদিকে সাগরের ৬৫ দিনের মাছ আহরণে নিষেধাজ্ঞা শেষে গত ১ সেপ্টেম্বর থেকে জেলেরা সাগরে নামলেও তাতে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে আকস্মিক এ লঘুচাপ। লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল হওয়ায় সুন্দরবনের দুবলার চর, আলোরকোল, নারকেলবাড়িয়া ও ভেদাখালীসহ বিভিন্ন খালে অবস্থান করছে শত শত ট্রলারের হাজার হাজার জেলে-মাঝিমাল্লা। বাগেরহাটের শরণখোলার মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তদার মো. কবির হাওলাদার বলেন, একদিকে প্রাকৃতিক দুর্যোগ অপরদিকে সাগর ও সুন্দরবনে দফায় দফায় মাছ ধরায় নিষেধাজ্ঞায় আমরা জেলেরা এখন একেবারেই নিঃস্ব হয়ে গেছি। আর দুর্যোগ তো আমাদের পিছনে লেগেই আছে। যখনই ইলিশ ধরা পড়া শুরু হয়, তখনই দুর্যোগ হানা দেয়। দুর্যোগের কারণে আমার আড়তে এফ বি খায়রুল ইসলাম, এফ বি মা-বাবার দোয়া, এফ বি পূর্ণিমা, এফ বি মায়ের দোয়া, এফ বি জিসানসহ পাঁচটি ট্রলারমালিক চলতি ইলিশ আহরণ মৌসুমে কম হলেও ৫০ লাখ টাকা লোকসান দিয়েছেন। ইলিশ মৌসুমও প্রায় শেষ পর্যায়ে, তারমধ্যে আবার দুযোগের হানা। তাই এ বছর আর লোকসান কাটিয়ে উঠা সম্ভব হবে না। বাগেরহাটের শরণখোলা সমুদ্রগামী ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন বলেন, আবহাওয়া খারাপ হওয়ায় সাগরে টিকতে না পেরে সব ফিশিং ট্রলার বিভিন্ন ঘাটসহ সুন্দরবনের নদী-খালে আশ্রয় নিয়েছে। বনবিভাগ ও কোস্ট গার্ড ওই সব ট্রলার ও ট্রলারে থাকা জেলেদের নিরাপদ অবস্থানের ক্ষেত্রে সাহায্য-সহযোগিতা করছেন বলেও জানান তিনি। মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আগামী তিন থেকে চার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বর্তমানে মোংলাবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে আবহাওয়া খুব বেশি একটা খারাপের দিকে যাওয়ার মতো সম্ভাবনা আপাতত নেই বলেও জানান তিনি।n/tv

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ