ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আজ সন্ধ্যায় বাংলাদেশে প্রথম শো,সেন্সর ছাড়পত্র পেয়েছে শাহরুখের 'জওয়ান',

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৭-০৯-২০২৩ ০৬:৩৫:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৯-২০২৩ ০৬:৩৫:২৯ অপরাহ্ন
আজ সন্ধ্যায় বাংলাদেশে প্রথম শো,সেন্সর ছাড়পত্র পেয়েছে শাহরুখের 'জওয়ান', ফাইল ছবি :
শাহরুখ খান অভিনীত 'জওয়ান' কোনো আপত্তি ছাড়াই বাংলাদেশ সেন্সর বোর্ডের কাছ থেকে আনকাট সেন্সর পেয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবিটি দেখে বৃহস্পতিবার বিকেলে মুক্তির অনুমতি দেয়। বাংলাদেশে জওয়ানদের মুক্তিতে আর কোনো বাধা নেই।
জওয়ানের আমদানিকারক অ্যাকশনকাট এন্টারটেইনমেন্টের মালিক অনন্য মামুন সেন্সর নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'আজ থেকে বাংলাদেশের বিভিন্ন হলে একযোগে মুক্তি পাচ্ছে জওয়ান। সন্ধ্যা ৬টায় প্রথম শো।'
শাহরুখের জওয়ান: ভোর ৫টা থেকে শো, মিছিল-স্লোগানে হলে প্রবেশ করেন ভক্তরা
ভারতের সঙ্গে বাংলাদেশে একযোগে সিনেমা মুক্তি নিয়ে জটিলতা দেখা দেয়। অবশেষে একই দিনে সেন্সর ছাড়পত্র পেয়েছে জওয়ান।
শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়া মুক্তি। জওয়ানের মতো সিনেমার জন্য ভারত জুড়ে এত উন্মাদনা আগে কখনও হয়নি। এদিকে গত বুধবার রাত থেকেই জেগে উঠেছিল গোটা ভারত। আজ অনেক জায়গায় জওয়ানের প্রথম শো শুরু হয়েছে। আর তা নিয়ে তোলপাড় চলছে।
পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি সিনেমা হলে সকাল থেকেই অনেক শো হাউসফুল। শাহরুখ খানের ভক্তরা মুম্বাইয়ে সকালের শো দেখে রাস্তায় মিছিল করেছেন। ভোর ৫টা থেকে মিছিল শুরু হয়। তার সঙ্গে স্লোগান 'আমরা শাহরুখকে ভালোবাসি'। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
  জওয়ান ছবিটি প্রযোজনা করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। 'বিগিল', 'মেরসাল', 'থেরি' এবং 'রাজারানি'-এর মতো দক্ষিণের সুপারহিট সিনেমা পরিচালনা করেছেন তিনি। জাওয়ানে শাহরুখের সঙ্গে রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়মনি, যোগী বাবু প্রমুখ। অতিথি চরিত্রে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। মুভিটি হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পায়। যাইহোক, এর একটি বিস্তারিত পাল্টা উদাহরণ হবে শাহরুখ খান অভিনীত সিনেমা "জিরো"। "উই লাভ শাহরুখ" স্লোগান থাকা সত্ত্বেও ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মনোযোগ পায়নি। এটি পরিচালনা করেছিলেন আনন্দ এল. রাই, "তনু ওয়েডস মানু" এবং "রানঝানা" এর মতো সফল সিনেমার জন্য পরিচিত। শাহরুখ খান ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন আনুশকা শর্মা, ক্যাটরিনা কাইফ 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ