১১ অক্টোবর নাটোর-৪ আসনের উপনির্বাচন
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
০৭-০৯-২০২৩ ০৫:০৯:০২ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৯-২০২৩ ০৫:০৯:০২ অপরাহ্ন
ফাইল ছবি :
আগামী ১১ অক্টোবর নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনে ভোট হবে ব্যালট পেপারে। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে না। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) কমিশন সভা শেষে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য জানান। তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৪ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ হবে ১১ অক্টোবর। এর আগে গত ৩ সেপ্টেম্বর নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবদুল কুদ্দুসের মৃত্যুতে সংসদ সচিবালয়ের সচিব কে এম আবদুস সাত্তা স্বাক্ষরিত গেজেটে আসনটি শূন্য ঘোষণা করা হয়। উল্লেখ্য, গত ৩০ আগস্ট বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে আসনটি শূন্য হয়।তিনি নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। c24
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স