হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হাউসের লকার থেকে অন্তত ৫৫ কেজি সোনা
নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। রোববার রাতে ঢাকা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা
মোহাম্মদ সোহরাব হোসেন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা এক ব্যক্তিকে
আসামি করা হয়েছে।কাস্টমস এজেন্টরা প্রতিশ্রুতি দিয়েছেন যে অপরাধীদের যেকোনো মূল্যে গ্রেপ্তার করা হবে।
জব্দ করা সোনার মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
ঘটনা খতিয়ে দেখতে যুগ্ম কমিশনারের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্তকারী দল গঠন করা হয়েছে।
পুলিশের দাবি, রবিবার দুপুরে সোনার ভল্ট চুরির ঘটনা ঘটে। অঞ্চলটি সুরক্ষিত। এলাকায় সিসিটিভি
ক্যামেরা বসানো হয়েছে।সজ্জা এবং সোনার বার
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin