ফেসবুকে প্রেমের পর বিয়ের প্রলোভনে এক নারীকে দল বেঁধে ধর্ষণ
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
০৪-০৯-২০২৩ ০৯:৩৭:৫৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৪-০৯-২০২৩ ০৯:৩৭:৫৮ পূর্বাহ্ন
ফাইল ছবি :
রাজবাড়ীতে ফেসবুকে প্রেমের পর বিয়ের প্রলোভনে এক নারীকে দল বেঁধে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতের অভিযোগের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সকালে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এতথ্য জানান জেলার পুলিশ সুপার জি. এম আবুল কালাম আজাদ।
তিনি জানান, গ্রেফতার ব্যক্তিরা হলেন- কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বি-কয়া গ্রামের মো. মাহফুজ মণ্ডল (২১), রবিউল খান (২১), হাকিম মণ্ডল (২০) এবং আশুরহাট গ্রামের হাসিব খান (২০)।
তারা সকলেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছেন।
পুলিশ সুপার জানান, গত ১৭ জুলাই দুপুরে কালুখালী উপজেলার পাতুরিয়া গ্রামের একটি পাটক্ষেত থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার পাশে থাকা ব্যাগ, জুতা এবং জামা দেখে পরিচয় নিশ্চিত করে পরিবার।
পরে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন তরুণীর মা।
পটুয়াখালীতে ছেলের হাতে মা খুনপটুয়াখালীতে ছেলের হাতে মা খুন
জান্নাতুল নেছা (১৯) নামের ওই তরুণীর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে প্রযুক্তির সহায়তা নেয় পুলিশ। সোশ্যাল মিডিয়াসহ ফোনের বিভিন্ন অ্যাপে ওই তরুণীর সাথে মাহফুজ মণ্ডলের আলাপনের তথ্য পাওয়া যায়। পরে মাহফুজ পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বর্ণনা দেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে বাকিদের গ্রেফতার করে পুলিশ।
c71
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স