ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাপা’র নির্বাচনে ঐক্য পরিষদের পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৪-০৯-২০২৩ ০৯:২৭:৩৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৪-০৯-২০২৩ ০৯:২৭:৩৪ পূর্বাহ্ন
বাপা’র নির্বাচনে ঐক্য পরিষদের পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন ফাইল ছবি :
বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) ২০২৩-২৫ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে এগ্রিকালচারাল মার্কেটিং কোং লিমিটেড-এর চেয়ারম্যান আহসান খান চৌধুরীর নেতৃত্বাধীন ঐক্য পরিষদ প্যানেল পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। নির্বাচনে ঐক্য পরিষদ প্যানেলের ১৫ সদস্যের সকলেই জয়লাভ করেছেন।    

শনিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে বাপা’র এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্যানেলে ১৫ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া দুজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তবে অপর প্যানেল সর্বজনীন ব্যবসায়ী পরিষদের কোনো সদস্য জয়লাভ করতে পারেননি।  এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৩৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২০৯ জন। বাতিল হয়েছে চারটি ভোট।

ভোট গণনা শেষে ঐক্য পরিষদের এগ্রিকালচারাল মার্কেটিং কোং লিমিটেড-এর চেয়ারম্যান আহসান খান চৌধুরী ১৪৭ ভোট, আহমেদ ফুড প্রোডাক্টস (প্রা.) লি. এর ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ আহমেদ ১৪২ ভোট, হাসেম ফুডস লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাসেম ১৪২ ভোট, আল-আজমী ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. তাফহীম আল-আজমী ১২৬ ভোট, মেসার্স আহমেদ অ্যান্ড কোং এর স্বত্বাধিকারী মো. ইকতাদুল হক ১৪৫ ভোট, মেরিডিয়ান ফুডস লি. এর চেয়ারম্যান কোহিনুর কামাল ১৩০ ভোট, মেসার্স বনফুল অ্যান্ড কোং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল ইসলাম ১৩৭ ভোট, এলিন ফুড প্রোডাক্টস লি. এর উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল মাজেদ ১৪৩ ভোট, থাই ফুড প্রোডাক্টস-এর স্বত্বাধিকারী মাইকেল দে ১২৮ ভোট, স্টার লাইন ফুড  প্রোডাক্টস লি.এর পরিচালক মো. মাঈন উদ্দিন ১৪২ ভোট, কে এন এগ্রো প্রসেসরের অংশীদারী মালিক নাজমুল হক ১৩৪ ভোট, ফাহমিদা কনজ্যুমার প্রোডাক্টস-এর স্বত্বাধিকারী মোহাম্মদ আল এমরান ১২৫ ভোট, নওশিন এগ্রো অ্যান্ড ফ্রোজেন ফুড প্রসেসর-এর স্বত্বাধিকারী হাজী নুর এ আলম দেওয়ান ১১৪ ভোট, অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ড্রাস্ট্রিজ লি. এর চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান ১৩১ ভোট, নাসা এগ্রোফুড প্রসেস ইন্ডাস্ট্রিজ-এর স্বত্বাধিকারী সৈয়দ মো. মোস্তফা ১১১ ভোট পেয়েছেন ।

অপরদিকে সর্বজনীন ব্যবসায়ী পরিষদের এ টি হক লি. এর ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হক ৮৫ ভোট, মেসার্স এস আর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. ফোরকান ৭৫ ভোট, মার্জোস্টক এন্টারপ্রাইজ (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বাবুল সারেং ৭২ ভোট, ট্রেড লিংক ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোশারেফ হোসেন ৬৪ ভোট, মেসার্স রমনী কনজুমার প্রোডাক্টস-এর স্বত্বাধিকারী মো. নূরুল মঈন মিনু ৬১ ভোট, জালালাবাদ ফুডস-এর স্বত্বাধিকারী মো. আব্দুল হামিদ ৭০ ভোট, মাই ফুডস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আরিফুল আজম ৭৩ ভোট, চিটাগাং ফুডস অ্যান্ড ভেজিটেবলস-এর স্বত্বাধিকারী মোহাম্মদ ইসমাইল ৭৮ ভোট, তাজরিয়ান ফুড অ্যান্ড বেভারেজ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আল আমিন ইকবাল ৭৫ ভোট, বেস্টওয়ান ফুড প্রোডাক্টস-এর স্বত্বাধিকারী মো. ফিরোজ হোসেন ৫৬ ভোট, বুশরা এগ্রো অ্যান্ড জুট ইন্ড্রাস্ট্রিজ-এর স্বত্বাধিকারী মো. বেল্লাল হোসেন ৬৬ ভোট, আলাউদ্দিন এগ্রো ফুড প্রোডাক্ট-এর ব্যবস্থাপনা পরিচালক মো. মারুফ আহম্মেদ ৭৪ ভোট, নবেল ফুডস-এর স্বত্বাধিকারী মো. সেলিম জাহান ৬৯ ভোট, অ্যাম্প্রো এগ্রো প্রসেসরের স্বত্বাধিকারী মো. আসাদুল হাফিজ চৌধুরী ৬৪ ভোট ও মেসার্স অনন্ত বাংলা ইন্ড্রাস্ট্রিজের স্বত্বাধিকারী মোহাম্মদ শরীফ ৬৭ ভোট পেয়েছেন।

এছাড়া সেরা ফুডস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল হাসান কুদ্দুসী ২৫ ভোট ও মেসার্স আবিদ অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. নুরুজ্জামান চৌধুরী ৪ ভোট পান।

সোমবার (৪ সেপ্টেম্বর) বিজয়ী প্রার্থীদের ভোটের মাধ্যমে বাপার কার্যনির্বাহী কমিটির ২০২৩-২৫ মেয়াদের পাঁচটি পদ নির্ধারণ হবে। পদগুলো হলো সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ। এছাড়া নির্বাচিত বাকি দশজন হবেন কার্যনির্বাহী কমিটির সদস্য।

এবারের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ছাদেক আহমদ। নির্বাচন বোর্ডের সদস্য উপসচিব সোহেল রহমান এবং সেলিম হোসেন।
c24

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ