ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এই ম্যাচে জয়ের বিকল্প নেই সাকিব বাহিনীর।

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৩-০৯-২০২৩ ০৯:৫৬:১১ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৩-০৯-২০২৩ ০৯:৫৬:১১ পূর্বাহ্ন
এই ম্যাচে জয়ের বিকল্প নেই সাকিব বাহিনীর। ফাইল ছবি :
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরে ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে রোববার (৩ সেপ্টেম্বর) লাহোরে আফগানিস্তানের বিপক্ষে নামবে টাইগাররা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সাকিব বাহিনীর। আফগানিস্তানের সঙ্গে ম্যাচটি বাঁচা-মরার তবে একইসঙ্গে আরও সমীকরণ মেলাতে হতে পারে টাইগারদের।

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়, এবারের আসরে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ৬ দল। মাত্র ৪ দিন আগে টুর্নামেন্ট শুরু হয়েছে। এরই মধ্যে নানা সমীকরণ তথা হিসাব-নিকাশ কষা আরম্ভ হয়ে গেছে।

লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে টাইগারদের ওপেনিং অর্ডার ছিল একেবারেই অনভিজ্ঞ। তরুণ প্রতিভা তানজিদ হাসান তামিম একেবারে কোনো আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা ছাড়াই নেমেছিলেন। আগে চারটি ওয়ানডেতে খেলা নাঈম শেখও উইকেট বিলিয়ে এসেছেন ম্যাচটিতে। এরপর নিয়মিত বিরতিতে বাংলাদেশের টপ অর্ডারও ধসে পড়ে। যার কারণ হিসেবে শুরু ধাক্কাকে বড় বলে দেখছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। যার ফলে আফগানদের বিপক্ষে ওপেনিংয়ে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

তাই তো শনিবার (২ সেপ্টেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে একাদশে বেশ কয়েকটি পরিবর্তনের আভাস দেন কোচ হাথুরুসিংহে। তিনি জানান, উইকেটে ভিন্নতা থাকলে দলের কম্বিনেশন নিয়ে ভাবা হবে। এ প্রসঙ্গে টাইগারদের প্রধান কোচ বলেন, আমরা এখানে কেবলই এসেছি। এখনও উইকেট দেখিনি। যদি উইকেটে ভিন্নতা থাকে তাহলে আমরা আলাদা কম্বিনেশন দেখবো।

লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে দুই ওপেনার নাঈম শেখ ও তানজিদ তামিম ভালো শুরু এনে দিতে না পারলেও তাদের ওপরই আস্থা রাখছেন হাথুরু। দুই ওপেনারকে প্রতিভাবান উল্লেখ করে টাইগারদের কোচ বলেন, টপ অর্ডারে দুজন অভিজ্ঞ ব্যাটসম্যান হারানো অবশ্যই বড় চ্যালেঞ্জ। কিন্তু এখানে আমাদের কিছু করার নেই। একজন চোটের সঙ্গে লড়ছে, আরেকজন অসুস্থ। বর্তমান দলে যারা রয়েছে তাদের ওপরই আমাদের ভরসা রাখতে হবে। তারা প্রতিভাবান বলেই দলে আছে।

এশিয়া কাপের কিছুদিন পরই শুরু হবে বিশ্বকাপ। ভারতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবেও অনেকে দেখছে এশিয়া কাপকে। তবে টাইগার কোচের ভাবনায় এখন কেবলই এশিয়া কাপ। হাথুরুসিংহে বলেন, আপাতত আমরা বিশ্বকাপ নিয়ে ভাবছি না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এশিয়া কাপ খেলা। এই ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ পরের রাউন্ডে যাওয়ার জন্য।

আরও পড়ুন: আতহার আলীর দৃষ্টিতে বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে যে চার দল

কোচের কথার হিসেবে তরুণ তামিম টিকে যেতে পারলেও ওপেনিংয়ে তার সঙ্গী হিসেবে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে। ডেঙ্গু জ্বরের কারণে ছিটকে পড়া লিটনের পরিবর্তে হঠাৎই তাকে এশিয়া কাপ দলে ডাক দেয়া হয়। তিন নম্বরে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে। চারে সাকিব আল হাসান, পাঁচে তাওহীদ হৃদয়ের জায়গা ফাঁকা।

আগের ম্যাচেও ছয় নম্বরে খেলেছিলেন মুশফিকুর রহিম। যদিও তাকে এত পরে নামানো নিয়ে সমালোচনা হয়েছিল। কারণ তার আগে নামা শান্ত ছাড়া বাঁ-হাতি ব্যাটাররা সেভাবে সুবিধা করতে পারছিলেন না। আফগানদের বিপক্ষে সাত নম্বরে দেখা যেতে পারে আফিফ হোসেন ধ্রুবকে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন শেখ মেহেদী। আটে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে। নয়ে হাসান মাহমুদ, বিশ্রামে থাকতে পারেন মুস্তাফিজুর রহমান। দশে শরীফুল ইসলাম এবং এগারোতে তাসকিন আহমেদ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

c24

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ