ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

১০০ গৃহকর্মী নেবে দক্ষিণ কোরিয়া

আপলোড সময় : ০১-০৯-২০২৩ ০৭:২৬:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৯-২০২৩ ০৭:২৬:৫৫ অপরাহ্ন
১০০ গৃহকর্মী নেবে  দক্ষিণ কোরিয়া ফাইল ছবি :
গৃহকর্মী নেওয়ার অনুমোদন দিয়েছে দক্ষিণ কোরিয়া। শুক্রবার (১ সেপ্টেম্বর) একটি পাইলট প্রোগ্রামের আওতায় প্রাথমিকভাবে ১০০ গৃহকর্মী নেবে দেশটি। মূলত জনসংখ্যা বাড়াতে দেশটির নাগরিকদের যেন ঘরের কাজে সময় কম দিতে হয় এজন্য সিউল সিটি প্লান নামে এমন উদ্যোগ নিয়েছে দেশটি। খবর রয়টার্সের

আগামী ডিসেম্বর থেকে গৃহকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। যারা গৃহকর্মী হিসেবে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার সুযোগ পাবেন তাদের মাসিক বেতন হবে  বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৮৪ হাজার ৯৭৮ টাকা (২ হাজার ৬০০ ডলার)।

রেকর্ড নিম্ন জন্মহার এবং দিন দিন বাড়তে থাকা বয়স্ক লোকজনের কারণে দক্ষিণ কোরিয়ায় সম্প্রতি ব্যাপক কর্মী সংকট দেখা দিয়েছে। দীর্ঘমেয়াদে এই সংকট হ্রাসের সবচেয়ে কার্যকর পন্থা জন্মহার বৃদ্ধি। দেশটিতে জীবনযাত্রা ও জীবনযাপনের উচ্চব্যয় এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। কারণ দেশটির সন্তান জন্মদানে সক্ষম জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ পারিবারিক জীবনে প্রবেশই করতে পারছেন না, আবার যারা প্রবেশ করছেন- তারাও সন্তান জন্মদান, লালনপালন ও কর্মসংস্থান সামলাতে গিয়ে ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখী হচ্ছেন।

এমন পরিস্থিতিতে সরকারের নীতিনির্ধারকরা মনে করছেন, এক্ষেত্রে কর্মজীবী নারীদের বড় সহায়ক হতে পারবেন গৃহকর্মীরা। বাসায় সার্বক্ষণিক গৃহকর্মী থাকলে সন্তান লালনপালন ও কর্মসংস্থান- উভয় চালিয়ে নেওয়া নারীদের জন্যও সুবিধাজনক হবে।

ফেসবুক পোস্টে সিউলের মেয়র ওহ সে হুন, ‘এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় ও প্রধান সমস্যা হলো নিম্ন জন্মহার এবং এই সমস্যার কোনো একক সমাধান নেই। বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে ধাপে ধাপে আমদেরকে জন্মহার বাড়াতে হবে।’




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ