ঢাকা , রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগ-বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশের গুলি, আহত ৩০

আপলোড সময় : ০১-০৯-২০২৩ ০৭:১৩:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৯-২০২৩ ০৭:১৩:১৬ অপরাহ্ন
আওয়ামী লীগ-বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশের গুলি, আহত ৩০ ফাইল ছবি :
বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) জুমআর নামাজ শেষে উপজেলার মার্কাস মোড়সহ উপজেলার কয়েকটি পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭ রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করে। এ ঘটনায় অন্তত ৩০ জন বিএনপি নেতাকর্মী আহত হয়েছে বলে জানায় উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

সংর্ঘষের কথা স্বীকার করে নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফুর রহমান বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও বিএনপি সূত্রে জানা যায়, শুক্রবার জুমআর নামাজ শেষে উপজেলার মার্কাস মোড়ে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে উপজেলার দিকে যেতে চাইলে প্রথমে পুলিশ বাধা দেয়। পরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এছাড়াও উপজেলা সদরে বিএনপি নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার বের করতে চাইলে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় উপজেলা ছাত্রদলের সভাপতিসহ ৬ জন শর্টগানের গুলিতে আহত হয়।

আহতরা হলেন, কলমাকান্দা উপজেলা ছাত্রদলের সভাপতি গোলাম রসূল, সাধারণ সম্পাদক শেখ রবিন মোবারক, যুবদল নেতা তাইমূল, খোকন, মামুন, সবুজ সোহানূর, কাশেম, বদির জামাল, রিপন, মাসুদ, রুবেলসহ অন্যরা। আহতদের প্রাথমিক চিকিৎসা সহ অনেকেই নেত্রকোনা সদর ও দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

আরও পড়ুন: আ’লীগ নেতার অফিসে স্বর্ণ ব‌্যবসায়ী‌কে আটকে রেখে নির্যাতন করে চাঁদা দাবি

এ ঘটনায় নিন্দা জানিয়ে নেত্রকোনা-১ (কলকামান্দা-দূর্গাপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল বলেন, দলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি করতে চেয়েছিল কিন্তু পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। এই পুলিশ ও আওয়ামী লীগের হামলায় দলের অন্তত ৩০ জন নেতাকর্মী গুলিবিদ্ধসহ আহত হয়েছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, শুক্রবার (১ সেপ্টেম্বর) নামাজের পর উপজেলার মার্কাস মোড়ে বিএনপি নেতকর্মীরা লাঠিসোটা, দেশিয় অস্ত্রসহ উপজেলা সদরে প্রবেশ করতে চায়। পরে আইনশৃংঙ্খলাবাহিনীর সদস্যরা তাদের আটকাতে চাইলে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল মারতে থাকে। এসময় ৪ জন পুলিশ সদস্য আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে পুলিশ।  


এদিকে দলের ৪৫তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে কেন্দুয়া উপজেলার বলাইশিমূল ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে পুলিশি বাধার অভিযোগ করেছেন নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব রোটারিয়ার এম নাজমূল হাসান।

তিনি বলেন, শুক্রবার বিকেল ৫টায় আমার নিজ গ্রামের বাড়ী উপজেলার গোপালপুর বলাইশিমূল ইউনিয়ন বিএনপি আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে। সেখানে আমি উপস্থিত ছিলাম কিন্তু দলের অনেক নেতাকর্মীকে সেখানে পুলিশ আসতে দেয়নি, মোড়ে মোড়ে আটকে দিয়েছে তাদের হয়রানি করেছে আমি এর নিন্দা জানাই।

c24

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ