ড. কাজী বদরুদ্দোজার মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক ,
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
৩১-০৮-২০২৩ ০৮:২৩:১২ পূর্বাহ্ন
আপডেট সময় :
৩১-০৮-২০২৩ ০৮:২৩:১২ পূর্বাহ্ন
ফাইল ছবি :
কাজী পেয়ারার উদ্ভাবক, সফল কৃষি সংগঠক এবং ন্যাশনাল ইমিরেটাস সাইন্টিস্ট ড. কাজী এম বদরুদ্দোজার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, প্রখ্যাত এই কৃষি বিজ্ঞানীর মৃত্যুতে কৃষি ক্ষেত্রে দেশের এক অপূরণীয় ক্ষতি হলো। তিনি তার সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে দেশবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বুধবার বিকেল ৪টার দিকে রাজধানীর উত্তরায় একটি ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত অসুস্থতায় এম বদরুদ্দোজা মারা যান। তার বয়স হয়েছিলো ৯৬ বছর।
ড. কাজী বদরুদ্দোজা বাংলাদেশের একজন প্রখ্যাত কৃষি সংগঠক, কৃষি বিজ্ঞানী ও ন্যাশনাল এমিরেটাস সাইন্টিস্ট। কৃষি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি ২০১২ সালে স্বাধীনতা পুরস্কার পান।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স