একজন অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে
                                
                                
                                    মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তা চায় পুলিশ
                                
                                
                                
                                    
                                        
                                            
                                                  বাংলার জমিন ডেস্ক :  
                                                
                                                     আপলোড সময় : 
                                                      
                                                                                                              ২৯-০৮-২০২৩ ০৭:১২:৪২ অপরাহ্ন
                                                        
                                                
  
                                                
                                                     আপডেট সময় : 
                                                                                                            ২৯-০৮-২০২৩ ০৭:১২:৪২ অপরাহ্ন
                                                       
                                                
 
                                             
                                         
                                        
                                        
                                     
                                 
                             
                            
                                
                                 ফাইল ছবি : 
                             
                            
                            
                            
                                 রাজধানীর শাহবাগ থানা এলাকায় একজন অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর। উক্ত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করছে শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানা সূত্রে জানানো হয়, গত ২৩ আগস্ট শাহবাগের ২নং রেলগেইটের উল্টা পথে ফুটপাতের উপর অচেতন অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তিকে উদ্ধার করে টহল পুলিশ। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
এ সংক্রান্তে ডিএমপির শাহবাগ থানায় গত ২৩ আগস্ট ২০২৩ একটি অপমৃত্যু মামলা রুজু হয়, যার নম্বর-১৬৩/২৩
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে শাহবাগ থানার ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৫২০) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৫২৭) এর নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ডিএমপি নিউজ:
                            
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
                                
                
 
 কমেন্ট বক্স