ইন্টারনেট ছাড়াই হতে পারে ব্যাংকের লেনদেন,
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
২৮-০৮-২০২৩ ০৬:৩০:১৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-০৮-২০২৩ ০৬:৩০:১৫ অপরাহ্ন
ফাইল ছবি :
আপনার ঘরের সাধারণ কম্পিউটারকে পরিণত করা যাবে সুপার কম্পিউটারে। ইন্টারনেট ছাড়াই হতে পারে ব্যাংকের লেনদেন, দেখা যাবে ওটিটি কন্টেন্ট। সাশ্রয় হবে ডলার। আর তথ্যের শক্তিশালী নিরাপত্তাও থাকবে। এই সেবাগুলো দিয়েই সারাবিশ্বে আস্থা তৈরি করেছে ক্লাউড কম্পিউটিং সিস্টেম। এখন বাংলাদেশেও বাড়ছে এর ব্যবহার। প্রযুক্তিবিদদের মতে এতে করে ডেটা ব্যবহারে অন্তত ৭৫ শতাংশ অর্থ সাশ্রয় হবে।
ধরুন আপনি একজন গেমার কিংবা ভিডিও এডিটর। কোর আই সেভেন প্রসেসরের শক্তিশালী কম্পিউটার ব্যবহার করেও আপনি কাঙ্খিত গতি পাচ্ছেন না। আপনি দুটো কোর আই সেভেন প্রসেসর এক করেও লাভ হলো না। কি করবেন? সময়ের সবচেয়ে আধুনিক প্রযুক্তি ক্লাউড কম্পিটিং দিয়েই আপনি সমাধানে আসতে পারেন। সাতটি কোরের কম্পিউটারটিকে একহাজার কোরে পরিণত করতে পারবেন, বানাতে পারবেন সুপার কম্পিউটার।
ক্লাউড কম্পিউটিং হলো সময়ের সবচেয়ে আধুনিক ব্যবস্থা যেটা দিয়ে রাষ্ট্রীয়, বাণিজ্যিক, ব্যক্তিগত, বিনোদনমূলক নানান তথ্য নিরাপদ, সুনিয়ন্ত্রিত ও সাশ্রয়ীমূল্যে ব্যবহার করা যায়। এই প্রক্রিয়ায় ইন্টারনেটের চেয়ে বেশি ব্যবহার হয় 'ইন্ট্রানেট'। ইন্ট্রানেট হলো প্রাইভেট নেটওয়ার্কিং সিস্টেম। যেটার এক গিগাবাইটের জন্য খরচ ১০ টাকারও কম।
এ ক্লাউড প্ল্যানেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসাইন বলেন, বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে তাদের সার্ভার বাংলাদেশে থাকবে এবং যারা সাবস্ক্রাইবার আছে তারাও বাংলাদেশে থাকবে। ফলে তাদের এই সার্ভার ও সাবস্ক্রাইবার বাংলাদেশেই থাকে এবং তাদের এই সার্ভিসটা যদি লোকাল ক্লাউডে রাখে। তাহলে এই সার্ভিসটা নেয়ার জন্য ইন্টারনেটের প্রয়োজন পড়বে না। লোকাল ইন্ট্রানেটের মাধ্যমে এই পুরা সার্ভিসটা দেয়া যাবে।
ক্লাউড কম্পিউটিং এর জন্য বাংলাদেশ প্রস্তুত বলে মনে করেন প্রযুক্তি বিশ্লেষকরা।
প্রযুক্তি বিশ্লেষক সুমন আহমেদ সাবির বলেন, যে অবকাঠামো দরকার ছিলো তা তৈরি হয়েছে। ক্লাউড সার্ভিসে যাওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় উপাদানগুলো ইতিমধ্যেই চলে এসেছে। এখন যত দ্রুত মানুষ এটা এডাপ্ট করবে ততো দ্রুত এ সেবা পাওয়া যাবে।
আইসিটি প্রতিমন্ত্রী জানান, সাইবার সুরক্ষার জন্য নিজেদের ডেটা ব্যবস্থাপনায় জোর দিতে হবে।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, তথ্য সুরক্ষা, গোপনীয়তা এবং সার্বভৌমত্ব আমাদের দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই কারণে আমরা তথ্য সুরক্ষা আইনের খসড়া তৈরি করেছি, যা মন্ত্রীসভা ও সংসদে সংসদে উত্থাপন করা হবে।
প্রযুক্তি উন্নয়ন এবং তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তার কথা ভেবে পৃথিবীর উন্নত দেশগুলো এরইমধ্যে নিজেদের ক্লাউড সিস্টেম ব্যবহার করছে। বাংলাদেশও সেই পথে হাঁটা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স