ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিদেশ ভ্রমণ কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা মিটিংয়ের জন্য নয়- রুহুল কবীর রিজভী

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৮-০৮-২০২৩ ০৯:৩৯:৩৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৮-০৮-২০২৩ ০৯:৪০:১৯ পূর্বাহ্ন
বিদেশ ভ্রমণ কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা মিটিংয়ের জন্য নয়- রুহুল কবীর রিজভী মহাসচিব মির্জা ফখরুল, ড. খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিদেশ ভ্রমণ কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা মিটিংয়ের জন্য নয় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তার দাবি, ওই নেতারা শুধুমাত্র চিকিৎসার জন্য বিদেশে গেছেন।

রোববার সকালে কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, চিকিৎসা নিতে যাওয়া বিএনপি নেতাদের নিয়ে অপপ্রচার, মনগড়া, বানোয়াট খবর ছড়ানো হচ্ছে। ফ্যাসিবাদের, দুঃশাসন, মত প্রকাশের বিরুদ্ধে যেভাবে নজরুল দাঁড়িয়েছেন, আজও তা অনুপ্রেরণা হিসেবেই আছে।

মহাসচিব মির্জা ফখরুল, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাসমহাসচিব মির্জা ফখরুল, ড. খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

সরকার পতনের এক দফা দাবিতে চলমান যুগপৎ কর্মসূচির মধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নীতিনির্ধারণী ফোরামের অন্তত পাঁচ জন সিনিয়র নেতা দেশের বাইরে অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে দেশের বাইরে রয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও।

বিএনপির মিডিয়া সেলের সূত্র জানিয়েছে, চলতি বছরের ২৭ জুন থেকে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ২৪ আগস্ট চিকিৎসার জন্য স্ত্রী-কন্যাসহ সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৬ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সালাহ উদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকুসালাহ উদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

এদিকে আগে থেকেই চিকিৎসাজনিত কারণে থাইল্যান্ডে অবস্থান করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। শিলং আদালতের আদেশে মুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদও অবস্থান করছেন দিল্লিতে।

কবির সমাধিতে শ্রদ্ধা জানিয়ে রিজভী বলেন, ফ্যাসিবাদের, দুঃশাসন, মত প্রকাশের বিরুদ্ধে যেভাবে নজরুল দাঁড়িয়েছেন আজও তা অনুপ্রেরণা। আমরা এখন ফ্যাসিবাদের দুঃসময়ে বাস করছি। এখান থেকে মুক্তির জন্য নজরুল প্রেরণা যোগায়।
c71



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ