ঢাকা , বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫ , ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগের শান্তি মিছিল ও বিএনপির বর্ধিত সভাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলি

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৬-০৮-২০২৩ ০৮:৫৪:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৮-২০২৩ ০৮:৫৪:৪৫ অপরাহ্ন
আওয়ামী লীগের শান্তি মিছিল ও বিএনপির বর্ধিত সভাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলি ফাইল ছবি :
কুমিল্লার লালমাইয়ে আওয়ামী লীগের শান্তি মিছিল ও বিএনপির বর্ধিত সভাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের গুলিতে বিএনপির দুই নেতা-কর্মী গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। শনিবার (২৬ আগস্ট) বিকালে কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা জানান, লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের পূর্ব ঘোষিত বিএনপির প্রতিনিধি সভায় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা গুলি বর্ষণ করে। এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা উত্তড্ডা গ্রামের মনির হোসেনের মাথায় ও যুবদল নেতা উন্দানিয়া গ্রামের ফিরোজ পায়ে গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সভাস্থল ভাঙচুর ও পরবর্তীতে বাড়ি ঘরেও হামলা চালিয়ে লুটপাট করা হয়েছে বলে দাবি তাদের।

এদিকে লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিন মোল্লার দাবি, তারা বিকেলে শান্তি মিছিল বের করলে বিএনপির নেতা-কর্মীরা হঠাৎ তাদের ওপর হামলা চালায়। এ সময় অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়।

লালমাই থানার ওসি মোহাম্মদ হানিফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিবেশ শান্ত করে। পরিবেশ এখন শান্ত রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

c24



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ