ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির কালো পতাকা মিছিল হবে যেসব রুটে

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৩-০৮-২০২৩ ০৮:১৯:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৮-২০২৩ ০৮:১৯:৪২ অপরাহ্ন
বিএনপির কালো পতাকা মিছিল  হবে যেসব রুটে ফাইল ছবি :
বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীতে কালো পতাকা মিছিল করবে বিএনপি।

বুধবার (২৩ আগস্ট) এই কর্মসূচির রুট জানিয়ে এবং অনুমতি চেয়ে দলের দুই মহানগরের পক্ষ থেকে ডিএমপিকে পৃথকভাবে চিঠি দেয়া হয়েছে। তবে চিঠিতে শুধু গণমিছিলের কথা উল্লেখ করা হয়েছে।

শুক্রবার বিকেল তিনটায় দুই মহানগরের কর্মসূচি শুরু হবে বলেও জানানো হয়েছে। যুগপৎ এই কর্মসূচি নিজ নিজ অবস্থান থেকে পালন করবে সমমনা দল ও জোটগুলো।

ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিল শ্যামলী স্কয়ার থেকে শুরু হয়ে রিংরোড-শিয়া মসজিদ- তাজমহল রোড-নুরজাহান রোড-মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বছিলা চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

অন্যদিকে দক্ষিণের গণমিছিল নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে আরামবাগ-মতিঝিল শাপলা চত্বর-ইত্তেফাক মোড়- রাজধানী মার্কেট মোড় হয়ে নারিন্দায় গিয়ে শেষ হবে।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, এই কালো পতাকা মিছিল ঢাকা মহানগরে হবে আগামী শুক্রবার। পরদিন শনিবার এই কর্মসূচি সব মহানগরেই অনুষ্ঠিত হবে।
c24

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ