গণমিছিল কর্মসূচিতে যোগ দিতে দয়াগঞ্জে জড়ো হয়েছেন বিএনপির নেতা–কর্মীরা
বিএনপির এক দফা দাবিতে মিছিল নিয়ে জড়ো হয়েছেন দলের নেতা–কর্মীরা
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
১৮-০৮-২০২৩ ০৫:৩৫:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০৮-২০২৩ ০৫:৩৫:৫৩ অপরাহ্ন
ফাইল ছবি :
বিএনপির এক দফা দাবিতে আয়োজিত গণমিছিল কর্মসূচিতে যোগ দিতে মিছিল নিয়ে জড়ো হয়েছেন দলের নেতা–কর্মীরা। শুক্রবার ( ১৮ আগস্ট ) বেলা তিনটা থেকে গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিচ্ছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টা থেকেই দলটির নেতা–কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দয়াগঞ্জ এলাকায় আসা শুরু করেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে দয়াগঞ্জে তিন রাস্তার মোড়ে পিকআপ ভ্যানে নির্মাণ করা হয়েছে অস্থায়ী মঞ্চ।
বিএনপির নেতা–কর্মীদের বেলা তিনটার দিকে দয়াগঞ্জ ও এর আশপাশের সড়কে অবস্থান নিতে দেখা যায়। দয়াগঞ্জের তিন রাস্তার মোড় থেকে মিছিল শুরু করে খিলগাঁও চৌরাস্তায় গিয়ে এই মিছিল শেষ করবেন দলটির নেতাকর্মীরা।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গণমিছিলে নেতৃত্ব দেবেন। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরীও এই কর্মসূচিতে অংশ নেবেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স