ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ , ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামপুরে যুবদলের উদ্যোগে গাবতলীস্থ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় যুবদলের দোয়া মাহফিল, বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা

আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০৩:৫৭:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০৩:৫৭:৫০ অপরাহ্ন
রাঙ্গুনিয়ায় যুবদলের দোয়া মাহফিল, বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা রাঙ্গুনিয়ায় যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে ইসলামপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে ইউনিয়নের গাবতলীস্থ দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 

ইসলামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরিদ বিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দসহ ইউনিয়ন যুবদল এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের মানুষের অধিকার রক্ষায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আলোচনা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এ সময় বক্তারা মহান আল্লাহর কাছে মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া প্রার্থনা করেন।রিপোর্ট: মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ