ছবি: সংগৃহীত
বাংলাদেশে সালমান শাহ থাকলে দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বলিউডের চেয়েও এগিয়ে যেত—এমন মন্তব্য করেছেন অভিনেত্রী অহনা।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, সালমান শাহ বেঁচে থাকলে ঢালিউডে ‘আমূল পরিবর্তন’ আসত।
অহনা জানান, সালমান শাহের স্টাইল এখনো অনেকে অনুসরণ করেন; “তার মতো নায়ক বললেই হয়ে যায় না—এটা এত সহজ নয়।” তিনি আরও বলেন, সালমান শাহ, শাহরুখ খান ও তাঁদের পরিবারের একটি পুরোনো ছবি দেখলেই বোঝা যায়, সে সময় সালমান শাহ কতটা প্রভাবশালী ছিলেন।
অহনার মতে, যদি সালমান শাহ জীবিত থাকতেন, তবে বাংলাদেশি ও ভারতীয় সিনেমার মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠত—বাংলাদেশের শিল্পীরা বলিউডে এবং বলিউডের শিল্পীরা ঢালিউডে নিয়মিত কাজ করতেন। “ভাবুন তো, সালমান শাহ–শাহরুখ একসঙ্গে ছবি করলে কী হতো!”—যোগ করেন তিনি।
পটভূমি:
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহকে পাওয়া যায়। থানা-পুলিশ, সিআইডি, র্যাব, পিবিআইসহ একাধিক সংস্থার অনুসন্ধানে ঘটনাটি আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরিবারের আপত্তিতে বিভিন্ন সময়ে তদন্ত সংস্থা পরিবর্তন হয়েছে