ঢাকা , বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ , ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মেট্রোরেল পিলার থেকে বেয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৫:১০:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৫:১০:৩১ অপরাহ্ন
মেট্রোরেল পিলার থেকে বেয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত ট্রেন

ঢাকার ফার্মগেটে মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলার থেকে ভারী রাবারের বেয়ারিং প্যাড নিচে পড়ে এক পথচারী ঘটনাস্থলেই মারা গেছেন। ঘটনাটি ঘটেছে আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে। নিহত ব্যক্তির পরিচয় আবুল কালাম নামে একজন, যার বাড়ি শরীয়তপুরের নড়িয়া এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

 

দুর্ঘটনার পর নিরাপত্তার কারণে মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত পুরো লাইন-৬ মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। পরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বিকেল থেকে শুধুমাত্র উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল আবার চালু করা হয়েছে। তবে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ এখনো বন্ধ রয়েছে। অর্থাৎ রাজধানীর দক্ষিণ অংশে (আগারগাঁও–ফার্মগেট–মতিঝিল রুটে) আজ ট্রেন চলাচল নাও হতে পারে বলে এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নিশ্চিত করেছেন।

 

ডিএমটিসিএলের কারিগরি টিম মেইন লিফট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ৪৩৩ নম্বর পিলারটি মেরামতের কাজ শুরু করেছে। বেয়ারিং প্যাড যেখানে খুলে পড়েছে সেই অংশ এখন পরীক্ষা ও মেরামতের অধীনে রাখা হয়েছে।

 

সরকারি পক্ষ জানিয়েছে, এ ঘটনায় তদন্তের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং মৃত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা সহায়তা দেওয়া হবে। পরিবারের একজনকে মেট্রোরেলে চাকরি দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ