স্কুলের টিনের চালা, ঝুঁকি নিয়ে চলছে পাঠদান
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
১৮-০৫-২০২৫ ০৫:২৯:৫২ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০৫-২০২৫ ০৫:২৯:৫২ অপরাহ্ন
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সদর ইউনিয়নের নাসিরাবাদ দুলাহার উচ্চ বিদ্যালয়টি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ে শ্রেণিক্ষের টিনের চালা উড়ে গেলেও ঝুঁকি নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম।
জানা গেছে, গত শুক্রবার (১৬ মে) রাতে কালবৈশাখী ঝড়ে নাসিরাবাদ দুলাহার উচ্চ বিদ্যালয়ের মাটির তৈরি ৩ট ঘরের মধ্যে ২টির টিনসেড চালা পুরোপুরি দুমরে মুচড়ে উড়ে গেছে। এদিকে আধুনিকতার এই যুগে দীর্ঘদিনের তৈরি মাটির ঘরেই চলছিল শিক্ষা-কার্যক্রম। এখন মাটি ক্ষয়ে পড়তে শুরু করেছে। এতে করে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অকিল চন্দ্র বর্মন বলেন, ১৯৭৩-সালে বিদ্যালয়টি মাটির ঘর দিয়ে প্রতিষ্ঠিত হয়। তখন থেকেই মাটির তৈরি ঘরে শিক্ষার্থীদের পাঠদান চলে আসছে।
তিনি আরও বলেন, অধিকাংশ বিদ্যালয়ে নতুন নতুন ভবন হলেও এই বিদ্যালয়টির কোনো পরিবর্তন হয়নি। এমন অবস্থায় গত শুক্রবার রাতে কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়ের দুইটা ঘরের টিনের চালা উড়ে গেছে এবং দরজা, জানালা, ফ্যান, টেবিল-চেয়ার-বেঞ্চ, বিদ্যুতের মিটারসহ বিভিন্ন আসবাবপত্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রায় মেরামত বা সংস্কার অযোগ্য বিদ্যালয়টি কোনভাবে জোড়াতালি দিয়ে মেরামত করলেও অনেক টাকার দরকার। কিন্তু বিদ্যালয়টির তহবিলে তেমন কোন অর্থ নেই। তাই বিদ্যালয়টি মেরামত বা সংস্কার করে পাঠদান উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রধান শিক্ষক অকিল চন্দ্র বর্মন।
বিডি প্রতিদি
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স