ঢাকা , শনিবার, ২৪ মে ২০২৫ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

‘ব্লকেড' ঘোষণা করেছেন ইশরাক সমর্থকেরা

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৫:২৬:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৫:২৬:১৮ অপরাহ্ন
‘ব্লকেড' ঘোষণা করেছেন ইশরাক সমর্থকেরা ফাইল ছবি
ঢাকা দক্ষিণ সিটির নগর ভবন সোমবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ‘ব্লকেড' ঘোষণা করেছেন ইশরাক সমর্থকেরা।  নগর ভবনের সামনে টানা ৪দিন ধরে চলছে এ আন্দোলন।
 রবিবার ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে বিক্ষোভ কর্মসূচি চলাকালে এই ঘোষণা দেন তারা।


 ঢাকাবাসীর পক্ষে কর্মসূচি ঘোষণা করেন মশিউর রহমান।  তিনি বলেন, নগর ভবনের কার্যক্রম আগামীকাল বন্ধ রাখার জন্য সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো।  আগামীকাল নগর ভবনে ‘ব্লকেড' কর্মসূচি চলমান থাকবে।
 এসময় ইশরাক সমর্থকদের ‘দফা এক দাবি এক, আসিফের পদত্যাগ'- এমন স্লোগান দিতে দেখা যায়।
 এদিকে সকাল থেকেই নগর ভবনে সেবা নিতে এসে অনেকেই ফিরে যাচ্ছেন হতাশ হয়ে।  কেউ এসে দীর্ঘ সময় অপেক্ষাও করছেন।
 উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের সামনে টানা ৪ দিন ধরে চলছে আন্দোলন।  নগরভবনের প্রধান ফটকও বন্ধ করে দিয়েছে ইশরাকপন্থীরা।  আন্দোলনের শুরু থেকেই অচল অবস্থায় পড়ে আছে নগর ভবনের কার্যক্রম।  ফলে ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না সেবাগ্রহীতারা।
 বিডি প্রতি

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ