আওয়ামী লীগকর্মী ভুট্টো গ্রেপ্তার
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
২২-০৪-২০২৫ ০৫:০৮:৪০ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০৪-২০২৫ ০৫:০৮:৪০ অপরাহ্ন
ফাইল ছবি
চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি, বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে আওয়ামী লীগকর্মী আবদুর রউফ ভুট্টোকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ভুট্টো কুসুমপুরা ইউনিয়নের মোহাম্মদ নগর এলাকার মৃত আবদুল আলীমের ছেলে। সোমবার রাতে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ভুট্টোকে আটক করে বাকলিয়া থানা পুলিশের হাতে তুলে দেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ভুট্টো সাবেক হুইপ সামশুল হক চৌধুরীর ছোট ভাই মুজিবুল হক চৌধুরী নবাবের অবৈধ অস্ত্র, ইয়াবাসহ নানা অপরাধ কর্মকাণ্ডের সহযোগী। তিনি আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে এলাকায় গুম, খুন, জায়গা দখল, কিশোর গ্যাং, মাদক, অস্ত্রের ব্যবসা করেন।
তারা আরো জানায়, ভুট্টোর বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্র, নারী নির্যাতন, চাঁদাবাজিসহ ২০টি মামলা রয়েছে পটিয়া ও চট্টগ্রামের বিভিন্ন থানায়। জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি করে হত্যাচেষ্টা, বিএনপি অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় এজহারভুক্ত আসামি তিনি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ভুট্টো বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি, উপজেলা বিএনপি কার্যালয় হামলা, ভাঙচুর মামলাসহ বেশ কয়েকটি মামলার আসামি।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স