কেন মার খাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্ররা?
                                
                                
                                
                                    
                                        
                                            
                                                  বাংলার জমিন ডেস্ক :  
                                                
                                                     আপলোড সময় : 
                                                      
                                                                                                              ১৯-০৪-২০২৫ ০৫:৪৯:২৩ অপরাহ্ন
                                                        
                                                
  
                                                
                                                     আপডেট সময় : 
                                                                                                            ১৯-০৪-২০২৫ ০৫:৪৯:২৩ অপরাহ্ন
                                                       
                                                
 
                                             
                                         
                                        
                                        
                                     
                                 
                             
                            
                                
                                 ফাইল ছবি 
                             
                            
                            
                            
                                গত বছর কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজপথে নেমে এসেছিল দেশের আপামর জনসাধারণ।  সেই আন্দোলনের জেরেই দেশ দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্ট হাসিনার স্বৈরশাসন থেকে মুক্তি পায়।  
যাদের ডাকে স্বৈরশাসকের গুলির সামনে দাঁড়িয়েছিল দেশের ছাত্র-জনতা, তারাই এখন মারধরের শিকার হচ্ছেন বলে বিভিন্ন সময় জানা যাচ্ছে।  স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কয়েক মাসের মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কেন মার খাচ্ছেন?
 গত এক মাসে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে দেখা যায়, রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর অন্তত ৭টি হামলা-মারধরের ঘটনা ঘটেছে।
 গত ১৬ মার্চ কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।  এতে এনসিপি নেতাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫ জন আহত হন।  ২৪ মার্চ হাতিয়ায় হামলার শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।  সে সময় তিনি নিজের ফেসবুক পেজে দাবি করেন, হাতিয়ার জাহাজমারাতে বিএনপির নেতাকর্মীরা এ হামলা করেছেন।
 গত ৯ এপ্রিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় নেতা ঢাকা কলেজ ছাত্র কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি দিপু রহমান বিজয়।  জমিসংক্রান্ত বিষয়ে এই হামলা হয়েছিল বলে জানা যায়।
 দুই দিন পর ১১ এপ্রিল চট্টগ্রামের রাউজানে হামলার শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ইসতিয়াক হোসেন সিফাত।  রাজনৈতিক কারণে এই হামলা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
 
                            
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
                                
                
 
 কমেন্ট বক্স