ঢাকা , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ০৬:২৬:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ০৬:২৬:৪৬ অপরাহ্ন
বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল ফাইল ছবি
বাংলাদেশের পাসপোর্টে ‘একসেপ্ট ইসরায়েল’ বা ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনরায় বহাল করা হয়েছে।  গত ৭ এপ্রিল তারিখে উপসচিব নীলিমা আফরোজের সই করা একটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।  আজ রবিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নীলিমা আফরোজ।

 শনিবারের ঐতিহাসিক ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি থেকে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিচার, গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ, ইসরায়েলি পণ্য বয়কট এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতারা।
 এছাড়াও তারা বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরায়েল’ (ইসরাইল ব্যতীত) পুনর্বহাল এবং রাষ্ট্রীয়ভাবে গাজায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠানোর কার্যকর ব্যবস্থা নেওয়াসহ একাধিক দাবি জানিয়েছেন।

 এর আগেও, বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানানো হয়েছে।  উল্লেখ্য, ২০২১ সালে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরায়েল’ মুছে দেয়।
 বিডি-প্রতি

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ