ঢাকা , রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ , ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

যৌনতা নিয়েও স্পষ্ট বার্তা দিলেন। জানালেন, ঘনিষ্ঠতা মানেই যৌনতা নয়।

বিনোদন ডেক্স
আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০৩:৪২:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০৩:৪২:৪৪ অপরাহ্ন
যৌনতা নিয়েও স্পষ্ট বার্তা দিলেন।  জানালেন, ঘনিষ্ঠতা মানেই যৌনতা নয়। ফাইল ছবি
এবার যৌনতা নিয়েও স্পষ্ট বার্তা দিলেন।  জানালেন, ঘনিষ্ঠতা মানেই যৌনতা নয়।
 সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন অভিনেত্রী।  একটি স্টোরি শেয়ার করে অনুরাধা লিখেছেন, “মানুষ ভাবে, ঘনিষ্ঠতা মানেই তার সঙ্গে যৌনমিলনের যোগসূত্র রয়েছে।


 কিন্তু ঘনিষ্ঠতার সঙ্গে সত্যের যোগ রয়েছে।  যখন কেউ অন্যকে তার সত্য বলার উপলব্ধি করে, যখন কেউ অন্যের সামনে খোলাখুলি দাঁড়ানোর পর উল্টো দিক থেকে উত্তর আসে যে ‘তুমি আমার কাছে সুরক্ষিত রয়েছ’— সেটাই আসলে ঘনিষ্ঠতা।”
 
 সাম্প্রতিক সময়ে ভারতীয় সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারেও প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, যৌনতা নিয়ে কথা বলেন অভিনেত্রী।  সেখানে বলেন, ‘যৌনমিলন তো এখন ভালবেসে পোশাক কেনার সমতুল্য হয়ে গিয়েছে!  কাউকে পছন্দ হল।

 তার পর শারীরিক ঘনিষ্ঠতা তৈরি হল।’  এরই সঙ্গে পাল্টা যুক্তিও তুলে ধরলেন অনুরাধা।  বললেন, ‘কিন্তু একটা সময় পর শারীরিক আকর্ষণ তো কমে যায়।  তখন দেখা যায় যে, মানুষটার সঙ্গে হয়তো মনের মিলই নেই।’

 গত এক বছরে টলিউডে একাধিক বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে।
 এ প্রসঙ্গে অনুরাধা বলেন, ‘বিবাহবিচ্ছেদ নিয়েও সমাজমাধ্যমে যে কী হচ্ছে, তা তো দেখতেই পাচ্ছি আমরা!  সম্পর্কগুলোই যেন আগাছার মতো হয়ে গিয়েছে।  গজিয়ে উঠল।  তার পর মনে হল, কেটে দিলাম!’

 বর্তমানে অনুরাধার হাতে রয়েছে একগুচ্ছ সিরিয়ালের কাজ।  তাকে দেখা যাচ্ছে  ‘তুমি আমার হিরো’ নামের একটি ধারাবাহিকে।  মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনেত্রীর নতুন ছবি ‘চেক ইন চেক আউট’ ।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ