এসএসসির প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল মন্ত্রণালয়
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
০৭-০৪-২০২৫ ০৪:৫৭:১৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৪-২০২৫ ০৪:৫৭:১৬ অপরাহ্ন
ফাইল ছবি
আগামী ১০ এপ্রিল শুরু হবে চলতি শিক্ষাবর্ষের এসএসসি ও সমমানের পরীক্ষা । এই পরীক্ষায় প্রশ্ন ফাঁসসংক্রান্ত যেকোনো ধরনের গুজবে কান না দিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
পাশাপাশি পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে এ সংক্রান্ত আইন ও অন্যান্য তথ্য সম্পর্কে সর্বসাধারণকে সচেতন হতে বলা হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) এক বার্তায় এ অনুরোধ জানায় শিক্ষা মন্ত্রণালয়।
এই বার্তায় পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে আবশ্যিকভাবে কেন্দ্রে প্রবেশ করে শিক্ষার্থীদের আসন গ্রহণ করতে বলা হয়েছে। পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ অনুযায়ী প্রশ্ন সংক্রান্ত কোনো কাগজ অথবা পরীক্ষার জন্য প্রণীত হয়েছে মর্মে মিথ্যা ধারণাদায়ক কোনো প্রশ্ন সম্বলিত কোনো কাগজ যেকোনো উপায়ে ফাঁস, প্রকাশ বা বিতরণ শাস্তিমূলক অপরাধ। এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ ১০ বছর এবং সর্বনিম্ন ৩ বছর কারাদণ্ডসহ অর্থদণ্ডের বিধান রয়েছে।
সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ অনুযায়ী, কোনো ব্যক্তি যদি ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে প্রতারণা করেন তাহলে তিনি অনধিক ৫ বৎসর কারাদণ্ডে বা অনধিক ৫ লাখ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
ব্যক্তি যদি রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ন করা বা বিভ্রান্তি ছড়াবার উদ্দেশ্যে অপপ্রচার বা মিথ্যা বলে জ্ঞাত থাকা সত্ত্বেও কোনো তথ্য সম্পূর্ণ বা আংশিক বিকৃত আকারে প্রকাশ, প্রচার বা সম্প্রচার করেন বা করতে সহায়তা করেন তাহলে তার অনধিক দুই বছর কারাদণ্ডে বা অনধিক তিন লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবার বিধান রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স