ঢাকা , মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ , ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম আলোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০৫:১০:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০৫:১০:৫৩ অপরাহ্ন
প্রথম আলোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ ফাইল ছবি
রায়হান রাফী নির্মিত ওয়েব ফিল্ম ‘আমলনামা’য় একরামুল হককে মাদক কারবারি হিসেবে উপস্থাপন করা হয়েছে।  আর প্রথম আলোর সংবাদে তুলে ধরা হয়েছে, টেকনাফের সাবেক এই কাউন্সিলরের হত্যাকাণ্ড নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি।  এ নিয়ে প্রথম আলো ও নির্মাতা রায়হান রাফীর বিরুদ্ধে মামলা করবেন একরামুলের স্ত্রী আয়েশা বেগম।

 গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকার ও ফেসবুক পোস্টে তিনি মামলার কথা জানান।  সাক্ষাৎকারে একরামুল হকের স্ত্রী আয়েশা বেগম বলেন, ‘প্রথম আলো আমার মেয়েসহ আমাদেরকে আবারও দেশবাসীর সামনে লজ্জিত করে সংবাদ প্রকাশ করেছে।  প্রথম আলোর এ ধরনের আচরণ নিয়ে আমরা টেনশনে আছি।  একটা সংবাদপত্র সত্য ঘটনা না জেনে কীভাবে সংবাদ উপস্থাপন করে।  নির্মাতা নিজেদের মতো করে মুভি বানিয়ে সেখানে আমার মেয়ের কথা (রেকর্ড কান্না) লাগিয়ে দিয়েছে।  আবার মাদকের বিষয়টি লাগিয়ে দিয়েছে।  আমার স্বামী তো মাদক ব্যবসায়ী নয়।  তিনি মাদকের সঙ্গে জড়িত ছিলেন না।’

 তিনি বলেন, ‘আমি নির্মাতার সঙ্গে যোগাযোগ করলে রায়হান রাফী জানান, এটা কাল্পনিক করে বানানো হয়েছে।  কাল্পনিক হলে সেখানে একরামের বিষয়টি তারা তুলে ধরে কীভাবে?  তাদের আমার সঙ্গে কথা বলার দরকার ছিল।  তারা যদি এই মুভি বন্ধ না করে আইনগতভাবে ব্যবস্থা নেব।’  এদিকে গতকাল একরামুলের স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।  সেখানে তিনি প্রথম আলোর নিউজের একটি কার্ড পোস্ট করে লিখেছেন, ‘পরিচালক রায়হান রাফি একটি কাল্পনিক মুভি বানিয়েছে।  এই মুভিতে রায়হান রাফি নিজেই প্রথমে স্বীকার করেন যে মুভিটি কোনো সত্যি ঘটনার সঙ্গে মিল নেই, তিনি তার মনমতো করে কাল্পনিকভাবে এই মুভিটি বানিয়েছেন।  আর আপনারা আজ এই মুভি দেখে আমাদেরকে দোষারোপ ও লজ্জিত করছেন।  আপনারা এই মুভিটা আমার স্বামীর ঘটনা বলে অপপ্রচার করতেছেন, আমার স্বামী কোনো প্রকার মাদকদ্রব্যের সঙ্গে জড়িত ছিল না।  আমার স্বামীকে খুনিরা পরিকল্পিতভাবে এবং নির্মমভাবে হত্যা করেছে।  আজ আপনারা এই মুভি দেখে আমার স্বামীর আসল ঘটনা বলে উল্লেখ করিতেছেন।’  তিনি আরও লেখেন, ‘রায়হান রাফি যদি বলে যে এই মুভিটি একরামুল হকের সত্যি ঘটনার ওপর ভিত্তি করে বানানো হয়েছে, তাহলে তার বিরুদ্ধে মানহানির মামলা করতে বাধ্য হব।  আর আমি রায়হান রাফিকে বলব, এই মুভিটি একরামুল হকের আসল ঘটনার সঙ্গে কোনো মিল নেই, এ কথাটা সবার সামনে বলার জন্য অনুরোধ করছি।’

 এর আগে বর্তমান সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফীর নতুন ওয়েব ফিল্ম আমলনামা মুক্তি পেয়েছে ১২ মার্চ।  মুক্তির পর ছবিটি নিয়ে নেট দুনিয়ায় বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে।  প্রথম আলোর সংবাদে বলা হয়েছে, টেকনাফের আলোচিত সাবেক কাউন্সিলর মোহাম্মদ একরামুল হকের হত্যাকাণ্ড নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি।  সে বিষয়ে মুখ খুলেছেন সাবেক কাউন্সিলর একরামের স্ত্রী আয়েশা বেগম।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ