ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বিমানবন্দরে গাড়িচাপায় বিমানকর্মীর মৃত্যু

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৭-০৮-২০২৩ ০৯:৪৯:৫৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৭-০৮-২০২৩ ০৯:৪৯:৫৮ পূর্বাহ্ন
ঢাকা বিমানবন্দরে গাড়িচাপায় বিমানকর্মীর মৃত্যু ফাইল ছবি :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় পদ্মা অয়েলের গাড়ি চাপায় কর্তব্যরত অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগের এক কর্মীর মৃত্যু হয়েছে।

মো. সাদ্দাম হোসেন নামের ওই ব্যক্তি এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার হিসেবে বিমানে কর্মরত ছিলেন।

বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরে বে-৭ নম্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।সেখানে কর্তব্যরত ছিলেন সাদ্দাম। উড়োজাহাজে তেলবাহী পদ্মা অয়েলের গাড়ি তাকে চাপা দেয়।

অচেতন অবস্থায় সাদ্দামকে উত্তরার উইমেন'স মেডিকেল কলেজে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক মিয়া সাংবাদিকদের জানান, রাত ১০টার দিকে আমরা এই দুর্ঘটনার সংবাদ পাই। ঘটনাস্থলে দ্রুত আমাদের একটি টিম যায়। সেখান থেকে গাড়িটি জব্দ করা হয়েছে।

তিনি বলেন, নিহতের মরদেহ এখন উত্তরার উইমেন্স মেডিকেল কলেজে আছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।c24

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ