ঢাকা , বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

আন্দোলনরত শিক্ষকদের ওপর জলকামান নিক্ষেপ

আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০৫:৪৩:০০ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০৫:৪৩:০০ অপরাহ্ন
আন্দোলনরত শিক্ষকদের ওপর জলকামান নিক্ষেপ ফাইল ছবি
জাতীয়করণের দাবিতে আন্দোলনরত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর জলকামান নিক্ষেপ করেছে পুলিশ।  তৃতীয় ধাপে বাদ পড়া এসব শিক্ষক প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ নিক্ষেপ করে।  এতে অন্তত পাঁচজন শিক্ষক আহত হয়েছেন।

 আজ বুধবার দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

 বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা দীর্ঘদিন ধরে দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।  তারা আজ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা দেন।  তবে কদম ফোয়ারা মোড়ে আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল পুলিশ।

 শিক্ষকদের মিছিলটি কদম ফোয়ারার কাছাকাছি পৌঁছালে তাদের বাধা দিয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এতো মানুষের একসঙ্গে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাওয়ার সুযোগ নেই।  তারা চাইলে কয়েকজন প্রতিনিধি পাঠাতে পারেন।  শিক্ষকেরা এতে রাজি হননি।  পরে তারা বাধা উপেক্ষা করে এগোতে চাইলে পুলিশ প্রথমে জলকামান থেকে গরম পানি ছোড়ে।  এতে অন্তত পাঁচজন শিক্ষক আহত হন।

 ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের এডিসি মীর আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, শিক্ষকদের আমরা অনেকবার বুঝিয়েছিলাম, আমাদের ডিসি মহোদয় ছিলেন।  তাদের বলা হয়েছে, তারা একটি প্রতিনিধি দল ঠিক করবেন, তাদের মূল বার্তা স্মারকলিপি আকারে মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়া হবে।  তারা এটাতে রাজি হয়েছিলেন।  তারপর কথা ছিল তারা মোড় পর্যন্ত যাবেন, আবার ঘুরে আসবেন।  কিন্তু আপনারা দেখেছেন, তারা রাস্তা অবরোধ করে রেখেছিলেন, যান চলাচল আটকে রেখেছিলেন।  অনেকবার বলার পরও তারা কথা শোনেননি।  যেহেতু রমজান মাস, রাস্তা ব্লক থাকায় অনেকের কষ্ট হচ্ছিল।  তখন তাদের আস্তে আস্তে ঠেলে আমরা রাস্তার পাশে সরিয়ে দিই।  একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা পানি নিক্ষেপ করেছি।
 বিডি প্রতি

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ