ঢাকা , শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ , ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার বিচার হবেই, প্রধান উপদেষ্টা।

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৫-০৩-২০২৫ ০৪:৫৯:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৩-২০২৫ ০৪:৫৯:৩২ অপরাহ্ন
শেখ হাসিনার বিচার হবেই, প্রধান উপদেষ্টা। ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.  মুহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনার বিচার হবেই, এতে কোনো সন্দেহ নেই।  শুধু হাসিনাই নয়, তাঁর সহযোগীদেরও বিচারের মুখোমুখি হতে হবে।  যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

 ড.  ইউনূস বলেন, হাসিনার বিচার হবেই, এতে কোনো সন্দেহ নেই।
 কারণ সব তথ্যপ্রমাণ রয়েছে।  যদিও সে এখন বাংলাদেশে নেই, প্রশ্ন হচ্ছে আমরা কি তাকে বাংলাদেশে আনতে পারব কিনা।  সেটা নির্ভর করছে ভারত ও আন্তর্জাতিক আইনের ওপর।  আমরা ইতিমধ্যেই ভারতকে বলেছি তাকে ফেরত দিতে।

 তিনি আরো বলেন, তাঁর বিচার হবে কিনা এমন প্রশ্নের অবকাশই নেই।  তাঁর বিচার হবেই, সেটা তাঁর উপস্থিতিতেই হোক কিংবা অনুপস্থিতিতে।  শুধু হাসিনাই নয়, তাঁর সঙ্গে জড়িত সকলেরই বিচার হবে।  তাঁর পরিবারের সদস্য, ক্লায়েন্ট, তাঁর সহযোগী সকলের বিচার হবে।.kaler

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ