আ. লীগ নিষিদ্ধ হবে, নাকি নির্বাচন করবে— যা বললেন প্রধান উপদেষ্টা
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
০৩-০৩-২০২৫ ০৩:৪১:০৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৩-২০২৫ ০৩:৪১:০৭ অপরাহ্ন
ফাইল ছবি
আওয়ামী লীগকে নিষিদ্ধ বা নির্বাচনে অংশ নিতে দেওয়ার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস বলেছেন, এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই। কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত, তার বিচার হতে হবে। এটুকুই শুধু। বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
আওয়ামী লীগের রাজনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা গেছে, বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন। এটা নিয়ে আপনার অবস্থানটা কী— এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ওই যে ঐকমত্য। আমরা বরাবরই ফিরে যাচ্ছি ঐকমত্যে। সবাই মিলে যা ঠিক করবে আমরা তা-ই করব।
একই প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আমি অত ডিটেইলসে যাচ্ছি না। আমার বরাবরই পজিশন হলো যে আমরা সবাই এই দেশের নাগরিক। আমাদের এই দেশের ওপরে সমান অধিকার। আমরা সব ভাই ভাই।
আমাদের এই দেশেই বাঁচতে হবে। এ দেশকেই বড় করতে হবে। কাজেই যে মত-দল করবে, তার মতো করে, সব কিছু করবে। এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই। কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত, তার বিচার হতে হবে।
এটুকুই শুধু।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স