ঢাকা , সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ , ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ব্যবসায়ীকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ

আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০২:৫৬:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০২:৫৬:২৮ অপরাহ্ন
ব্যবসায়ীকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ
নোয়াখালীর বেগমগঞ্জে এক ব্যবসায়ীকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।  তবে বিষয়টিকে প্রাথমিক ভাবে আত্মহত্যা মনে হচ্ছে পুলিশের কাছে।  
 রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আম গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।  মৃত আব্দুস সাত্তার (৩৬) উপজেলার একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফরাজি বাড়ির মজিবুল হকের ছেলে।

 পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাত্তার স্থানীয় চৌমুহনী বাজারে কাপড়ের ব্যবসা করতেন।  শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে কে বা কারা তাকে ডেকে নেয়।  রবিবার ভোরে বাড়ির সামনের একটি গাছে সাত্তারের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।  পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

 বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, নিহতের স্বজনরা দুইজনের নাম উল্লেখ করে অভিযোগ করেছে।  মৃতের পরিবারের দাবি তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।  তবে নিহতের শরীরে কোন আঘাতের চিহৃ নেই।

 তিনি আরও জানান, প্রাথমিক ভাবে এটাকে আত্মহত্যা মনে হচ্ছে।  তবে অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।  মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।  
 বিডি-প্রতি

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ